Wikimedia Foundation elections/2021/Candidates/Rosie Stephenson-Goodknight/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2021/Candidates/Rosie Stephenson-Goodknight and the translation is 97% complete.

রোজি স্টিফেনসন-গুডনাইট

রোজি স্টিফেনসন-গুডনাইট (Rosiestep)

Rosiestep (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
উইকিসম্মেলন উত্তর আমেরিকা ২০১৯
Video statement
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: জুন ২০০৭
    • উইকিতে সক্রিয়: ইংরেজি উইকিপিডিয়া, কমন্স, উইকিপাত্ত
বিবৃতি (৪৫০ শব্দের বেশি নয়) আমার সর্ম্পকে

আমি ইংরেজী উইকিপিডিয়া ২০০৭ সালে সম্পাদক; ২০০৯ থেকে প্রশাসক হয়েছি। ২০১৪ সালে, আমি 'উইকিপ্রকল্প মহিলা লেখকবৃন্দ' প্রতিষ্ঠা করেছি। স্বেচ্ছাসেবামূলক শক্তি এবং সম্প্রদায় সংগঠনের শক্তিতে দৃঢ় বিশ্বাসী হিসাবে, আমি অনুমোদিত সংস্থাগুলিতে খুব সক্রিয় ছিলাম। ২০১৫ সালে, আমি 'উইমেন ইন রেড' এবং 'উইকিউইমেনের ব্যবহারকারী গ্রুপ' সহ-প্রতিষ্ঠা করেছি। ২০১৬ সালে, আমি 'কলম্বিয়া জেলা উইকিমিডিয়া (ডাব্লুএমডিসি)র ডিরেক্টর বোর্ডে যোগদান করেছি; 'অধিভুক্তি কমিটি' (অ্যাফকম) র সদস্য নির্বাচিত হয়েছি; এবং সহ - উইকিমিডিয়ান অফ দ্য ইয়ার হিসাবে সম্মানিত হয়েছি। উইমেন ইন রেড 'আইটিইউ / ইউএন মহিলাবৃন্দ জেম-টেক পুরস্কারের' জন্য তালিকাভুক্ত হয়েছিল। আমি ২০১৬ সালের উইকি কনফারেন্স উত্তর আমেরিকা এর সহ-অনুদান গ্রাহক এবং ব্যবহারকারী দলের সহ-প্রতিষ্ঠাতা ছিলাম। ২০১৭ সালে, আমি ডাব্লুএমডিসি সহ-সভাপতি এবং অ্যাফকম সচিব নির্বাচিত হয়েছি। ২০১৬ সাল থেকে আন্দোলনের কৌশল (এমএস) এর সাথে জড়িত হয়ে, আমি ২০১৮ সালে কমিউনিটি হেলথ ওয়ার্কিং গ্রুপে যোগদান করেছি। একই বছরে, আমি আমার পরিবারের বাসভূমি, রিপাবলিক অফ সার্বিয়া দ্বারা নাইট প্রাপ্ত হই, উইকিপিডিয়ায় আমার কাজের জন্য। ২০১৯ সাল থেকে, উইকি ক্রেড এর সাথে যুক্ত। ২০২০ সালে আমার তৈরি মারিয়া লডার নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ায় ৬ষ্ঠ মিলিয়ন নিবন্ধ হিসাবে সম্মানিত হয়েছিল। এছাড়াও ২০২০ সালে, আমি অ্যাফকম চেয়ার নির্বাচিত হয়েছিলাম; এই বছর পুনরায় নির্বাচিত হয়েছি। আমি বিজনেস ম্যানেজমেন্টে বিএস ডিগ্রিপ্রাপ্ত এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর। আমার পেশাগত কর্মজীবন মূলত চুক্তি ব্যবস্থাপনা, প্রকল্প পরিচালনা, প্রতিভা অধিগ্রহণের দিকে মনোনিবেশ করে গড়ে উঠেছিল; আমি ২০১৬ সালে অবসর গ্রহণ করেছি। আমি সংযুক্ত অধ্যক্ষ (সাংগঠনিক আচরণ; স্বাস্থ্যসেবা প্রশাসন) এবং প্রভাষক (প্রতিভা অর্জন) হিসাবেও কাজ করেছি। ২০১৭ সালে, লিঙ্গ বৈচিত্র ম্যাপিং প্রকল্পে আমি ডাব্লুএমএফ এর সঙ্গে চুক্তিবদ্ধ হিসাবে কাজ করেছিলাম, এটি ছিল ধরণের প্রথম কাজ। ২০১৭ সাল থেকে, আমি উত্তর-পূর্ব বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক অধ্যক্ষ

আমার লক্ষ্য সম্পর্কে
  1. আমি বৈচিত্র্যের পক্ষে সওয়াল করি এর বিভিন্ন রূপ/দৃষ্টিভঙ্গিতে, যার মধ্যে আছে (কোন বিশেষ ক্রমানুযায়ী নয়) সামগ্রী, দাতা, সম্পাদক, উৎসাহী, অংশীদার, পাঠক এবং আরও অনেক কিছু।
  2. আমি ইংরেজি উইকিপিডিয়াতে তে একজন প্রবীণ সম্পাদক (+ ২২০ হাজার সম্পাদনা, ১,৩০০+ ডিওয়াইকে নিবন্ধ, ৫,৩০০+ নিবন্ধ তৈরি করেছি)। এছাড়াও, +6০০০ উইকি কমন্স আপলোড (বেশিরভাগই সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছবি)। এছাড়াও, +৪৪০০০ উইকিডেটা সম্পাদনা করেছি (যার মধ্যে আছে উইকিপিডিয়া উইকিপ্রকল্প মূল্যায়ন মহিলা লেখক)। আমি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, সরঞ্জাম ও আমাদের প্রযুক্তি সম্প্রদায়কে সমর্থন করি এবং নির্ভর করি।
  3. এমএস কমিউনিটি হেলথ ওয়ার্কিং গ্রুপে আমার প্রথম দিকের কাজ সম্প্রদায়ের সাক্ষাৎকার এবং তথ্য সংগ্রহ কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। যখন আমরা প্রস্তাবনাগুলির বিকাশ করি, আমার মূল লক্ষ্য থাকে দক্ষতা প্রশিক্ষণ, সম্প্রদায়ের সুরক্ষা, নবাগতের অভিজ্ঞতা (সম্পাদক, অনুমোদিত বিভাগ, ডাব্লুএমএফ কর্মী, বট, এবং সাংগঠনিক অংশীদার), এবং নেতৃত্বের বিকাশ কেন্দ্রিক। আমি এই অঞ্চলগুলিতে সেরা কাজ দিয়ে চলেছি।
  4. সম্প্রদায় সংগঠনগুলির জন্য সমর্থন আরও বেশি করে। আমি বৈশ্বিক পরিষদ এবং কার্যকর কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আগ্রহী যাতে প্রশাসন, প্রচার, সক্ষমতা বৃদ্ধি, সম্পদ বরাদ্দের জন্য আরও পক্ষপাতশূন্য নকশা তৈরি করা যায়। আমি বিশ্বাস করি এগুলি পাঠকসম্প্রদায়, অংশীদারি ইত্যাদিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমি অনুমোদিতদের অবিচ্ছিন্ন অস্তিত্ব এবং তাদের সাফল্যে সহায়তা করার সেরা প্রচেষ্টাকে সমর্থন করি অ-অনুমোদিত সম্প্রদায়ের জন্যেও একই (উদাঃ উইমেন ইন রেড)।
বোর্ডের শীর্ষ ৩টি অগ্রাধিকার নতুন কার্যনির্বাহী নিযুক্ত করে তাকে অভ্যস্ত করানো

বোর্ড প্রশাসন + সম্প্রদায়ের সম্পর্ক উন্নত করা

আন্দোলন কৌশলকে সমর্থন করতে থাকা

আন্দোলনের শীর্ষ ৩টি কৌশল নীতি সিদ্ধান্ত গ্রহণে ন্যায়বিচার নিশ্চিত করা

সুরক্ষা এবং অন্তর্ভুক্তি প্রদান করা

দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে বিনিয়োগ করা

যাচাইকরণ যাচাইকরণের অবস্থা
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Matanya (talk) 20:20, 1 July 2021 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Joe Sutherland (Wikimedia Foundation) (talk) 18:18, 29 June 2021 (UTC)[reply]
ট্রাস্টি মূল্যায়ন ফর্ম
ট্রাস্টি মূল্যায়ন ফর্ম
অভিজ্ঞতার বছর
<1 1–2 2–5 5–10 10+

উইকিমিডিয়ায় অভিজ্ঞতা প্রার্থী উইকিমিডিয়া আন্দোলনের একজন নিবেদিত অবদানকারী। যোগ্য অবদানের মধ্যে রয়েছে: উইকিমিডিয়া প্রকল্পে অবদান, উইকিমিডিয়া সংস্থা বা সহযোগী প্রতিষ্ঠানে সদস্যপদ, উইকিমিডিয়া আন্দোলনের সংগঠক হিসেবে কার্যক্রম, অথবা উইকিমিডিয়া আন্দোলনের সহযোগী সংস্থার সাথে অংশগ্রহণ।

১০+ বছর: ২০০৭ সাল থেকে আমি একজন উইকিমিডিয়ান। আমি প্রশাসক, অনুমোদিত শাখার সহ-প্রতিষ্ঠাতা, অ্যাফকম আধিকারিক, আন্দোলন কৌশলের কার্যকরী গোষ্ঠীর সদস্য হিসাবে কাজ করেছি। যখনই সুযোগ পাই, আমি উইকি আন্দোলন (প্রেস; উপস্থাপনা; সম্মেলন) সম্পর্কে কথা বলি। বিশ্বজুড়ে সম্প্রদায়ের সাথে যেমন আমার সম্পর্ক রয়েছে, শুধুমাত্র ইংরেজীভাষীদের সাথে নয়, আমি তাদের, বিশেষত অনুমোদিতদের, প্রয়োজনীয়তাগুলি বুঝতে পেরেছি। এছাড়াও, উইমেন ইন রেড, উইকিমিডিয়া আন্দোলনকে ঘিরে নারীদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করেছে।

বোর্ডের অভিজ্ঞতা প্রার্থী জাতীয় বা বিশ্বব্যাপী কেন্দ্রীভূত সংস্থার ট্রাস্টি/পরিচালক বোর্ডে বা অন্যান্য অনুরূপ পরিচালনা সংস্থায় (অলাভজনক, লাভজনক বা সরকারী) দায়িত্ব পালন করেছেন।

<১ বছর: যদিও আমি কোনও জাতীয়/বৈশ্বিক বোর্ডে কাজ করি নি, আমি কলম্বিয়ার উইকিমিডিয়া জেলা আঞ্চলিক বোর্ডের সদস্য/কর্মকর্তা হিসাবে কাজ করছি (২০১৬ সাল থেকে)। যদিও উইমেন ইন রেড নিবন্ধিত অলাভজনক নয়, এটি আইটিইউ / ইউএন উইমেন দ্বারা স্বীকৃত হিসাবে একটি বিশ্বব্যাপী সংস্থা, তারা এটিকে ২০১৬ সালে জেম-টেক পুরস্কারের জন্য তালিকাভুক্ত করেছিল।

নির্বাহী অভিজ্ঞতা প্রার্থী উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে তুলনীয় (বা বৃহত্তর) আকারের, জটিলতা একটি সংস্থা, বিভাগ বা প্রকল্পের জন্য নির্বাহী পর্যায়ে কাজ করেছেন।

না। এই মানদণ্ডে আমার কার্যনির্বাহী অভিজ্ঞতা নেই। কিন্তু আমি ১৯৯৩ থেকে ২০০৯ পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে মার্কিন সরকারের একটি ঠিকাদারের জন্য বহু মিলিয়ন ডলার বার্ষিক বাজেট পরিচালনা করেছি, আইনী বিষয়ে কোম্পানির প্রতিনিধি হিসাবে সেই সময়ে দায়িত্ব পালন করেছি। আমি সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কার্যনির্বাহী স্বাস্থ্যব্যবস্থা তদারকীর নেতৃত্বের স্নাতকোত্তর শংসাপত্র পেয়েছি।

বিষয়বস্তুর দক্ষতা। প্রার্থী ফাউন্ডেশন এবং বোর্ডের কাজের সাথে প্রাসঙ্গিক একটি এলাকায় কাজ করেছেন বা উল্লেখযোগ্যভাবে স্বেচ্ছাসেবক হয়েছেন। এই ধরনের ক্ষেত্রগুলি বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং এর মধ্যে বৈশ্বিক আন্দোলন প্রতিষ্ঠা এবং সম্প্রদায় সংগঠিত করা, এন্টারপ্রাইজ-লেভেল প্ল্যাটফর্ম প্রযুক্তি এবং/অথবা পণ্য উন্নয়ন, জননীতি এবং আইন, জ্ঞান খাত (যেমন, একাডেমিয়া/গ্ল্যাম/শিক্ষা), মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার, উন্মুক্ত ইন্টারনেট/মুক্ত এবং উন্মুক্ত উৎস সফ্টওয়্যার, সাংগঠনিক কৌশল এবং ব্যবস্থাপনা, অর্থ ও আর্থিক তদারকি, অলাভজনক তহবিল সংগ্রহ, মানব সম্পদ, বোর্ড গভর্নেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে।

১০+ বছর: আমি ২০১৬ সাল থেকে আন্দোলন কৌশলের সাথে জড়িত, এর মধ্যে আছে সম্প্রদায় হেলথ ওয়ার্কিং গ্রুপে পরিষেবা প্রদান। ২০১৬ সাল থেকে অ্যাফকমের সদস্য হিসাবে (২০২০ সাল থেকে চেয়ার), সম্প্রদায়ের বিকাশ এবং বিরোধ নিষ্পত্তি / পরিচালনার অভিজ্ঞতা আমার আছে। এক দশক ধরে, আমি উইকিপিডিয়ায় নিবন্ধের লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছি। ২০১৭ সাল থেকে, আমি উত্তর-পূর্ব বিশ্ববিদ্যালয়ের (বোস্টন) একজন অনাবাসিক অধ্যক্ষ, আমি প্রাক-বিংশ শতাব্দীর মহিলা লেখক এবং তাঁদের রচনাগুলিতে মুখ্যত মনোনিবেশ করেছি।

আমার পেশাদার জীবনে, চুক্তি পরিচালনা এবং প্রকল্প পরিচালনার সাথে আমার ১৫ বছরের অভিজ্ঞতা আছে; সি-স্তরের অবস্থান সহ প্রতিভা অধিগ্রহণের ১৫ বছরের অভিজ্ঞতা আছে। আমার স্নাতকোত্তর গবেষণামূলক প্রবন্ধের শিরোনাম ছিল: "এ টু ইয়ার স্ট্র্যাটেজিক আইটি প্ল্যান ফর এ নন-প্রফিট"।

বৈচিত্র্য: পটভূমি প্রার্থী এমন একটি দলের অধিভুক্ত বা অন্তর্ভুক্ত যারা ক্ষমতার কাঠামোতে ঐতিহাসিকভাবে বৈষম্য এবং কম প্রতিনিধিত্বের মুখোমুখি হয়েছে (উদাহরণস্বরূপ, লিঙ্গ, জাতি, অক্ষমতা, এলজিবিটিকিউ+ পরিচয়, সামাজিক শ্রেণী, অর্থনৈতিক স্থিতি বা বর্ণ সম্পর্কিত)।

হ্যাঁ। আমি একজন মহিলা, আমার বয়স ৬০ এর কোঠায়।

বৈচিত্র্য: ভূগোল প্রার্থী যেখানে বাস করেছেন সেই ভৌগলিক অঞ্চলের উপর ভিত্তি করে ট্রাস্টি বোর্ডের সামগ্রিক ভৌগলিক বৈচিত্র্যে অবদান রাখবেন।

না, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যুগোস্লাভ-বংশোদ্ভূত পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছি, একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবিরে তাঁদের দেখা হয়েছিল। আমি ৩ প্রজন্মের পরিবারের সদস্যদের সাথে একটি সার্বিয়ান-ভাষী বাড়িতে বড় হয়েছি; ইংরেজি ছিল দ্বিতীয় ভাষা। ভৌগলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে আমার আজীবন আগ্রহের প্রতি অবদান এই লালনপালনের (৩০টিরও বেশি দেশে ভ্রমণ করেছি; ৮টি বিদেশী ছাত্র বিনিময় আয়োজন করেছি; বিদ্যালয়ের বছরগুলিতে আমার ২টি ছেলেকে বিদেশী ছাত্র বিনিময় শিক্ষার্থী হিসাবে অন্যান্য মহাদেশে পাঠিয়েছি)।

২০১৬ সালে, আমি একটি ভৌগলিক-কেন্দ্র-ভিত্তিক সম্মেলন মডেল (ডব্লুসিএনএ) সহ-বিকাশ করেছি (কো-গ্রাহক; প্রতিষ্ঠার পর থেকে মূল দলের সদস্য) এখন যেটি একটি ব্যবহারকারী দল (সহ-প্রতিষ্ঠাতা) হয়ে উঠেছে, আমাদের আন্দোলনের মধ্যে একমাত্র সম্মেলন- বিষয়যুক্ত সহযোগী।

বৈচিত্র্য: ভাষা প্রার্থী ইংরেজি বাদে অন্য কোনও ভাষার স্থানীয়।

হ্যাঁ. আমার প্রথম ভাষা (শৈশবের দেশজ ভাষা) সার্বিয়ান। ইংরেজি (এন); স্পেনীয় (১-২); ফরাসি (১-২)। ভাষা এবং সাংস্কৃতিক পরিচয়ের সমস্যাগুলি নিয়ে আমি আগ্রহান্বিত, উদাহরণস্বরূপ, যুগোস্লাভিয়ার ভাষাসমূহ

বৈচিত্র্য: রাজনৈতিক ব্যবস্থার অভিজ্ঞতা প্রার্থীর অগণতান্ত্রিক, রাষ্ট্র-নিয়ন্ত্রিত বা দমনমূলক প্রেক্ষাপটে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য বসবাস করা এবং/অথবা কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

আমি কোনও অ-গণতান্ত্রিক, রাষ্ট্র-দমনমূলক বা উৎপীড়নকারী দেশে বাস করি না। তবে এক দশকেরও বেশি সময় ধরে, আমি এমন নারীদের কথা তুলে ধরেছি যাঁরা এগুলি সহ্য করেছেন, আমার তৈরি উইকিপিডিয়া জীবনীগুলির মাধ্যমে আমি এ কাজ করেছি। উদাহরণস্বরূপ,মার্গারিটা অর্তেগা, দেওলিন্দা রডরিগেস ফ্রান্সিসকো দে আলমিডা, কোঙ্কর্ডিয়া সামোইলোভা, এবং তাং কুনাইং