উইকিউপাত্ত

From Meta, a Wikimedia project coordination wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata and the translation is 95% complete.
Outdated translations are marked like this.
Wikidata-logo-en.svg

উইকিউপাত্ত বা উইকিডেটা (www.wikidata.org, উইকিপিডিয়া নিবন্ধ) হলো উইকিমিডিয়া কর্তৃক নির্মিত এবং রক্ষণাবেক্ষণ কৃত একটি প্রকল্প, এটি ২০১২ সালে চালু হয়েছিল; যার লক্ষ্য একটি মুক্ত জ্ঞান ভাণ্ডার তৈরি করা যা মানুষ ও যন্ত্র উভয় দ্বারাই পড়া ও অবদান রাখা সম্ভব হবে। উইকিমিডিয়ার সকল প্রকল্পে এটি তথ্য সরবরাহ করবে এবং তথ্যের কেন্দ্রীয় প্রবেশ নিশ্চিত করবে, যেমনটা উইকিমিডিয়া কমন্স সকল মাল্টিমিডিয়া ফাইলের ক্ষেত্রে করে থাকে।

এটি উইকিমিডিয়ার সকল প্রকল্পসমূহের বিভিন্ন ভাষার সংস্করণগুলোর মধ্যে এবং প্রদত্ত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে এমন প্রকল্প জুড়ে পার্শ্বদণ্ডে অবস্থিত আন্তঃউইকি সংযোগসমূহের কেন্দ্রীয় ব্যবস্থাপনা সক্রিয় রাখে, যা পূর্বে পাতার নীচে পৃথক আন্তঃউইকি সংযোগের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছিল।

এই প্রকল্পের শুরুর দিকের উন্নয়নের জন্য দান করেছিল এলেন ইনস্টিটিউট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স [এআই], দ্য গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশন, এবং গুগল, ইনকর্পোরেশন

আরও তথ্য

উইকিপিডিয়ার উপর প্রভাব

আমরা তিনটি প্রধান বিষয় নিয়ে কাজ করি:

  1. ভাষা লিঙ্কগুলির এক জায়গায় কেন্দ্রীয়করণ
  2. সমস্ত উইকিপিডিয়ার জন্য তথ্যছক উপাত্তের একটি কেন্দ্রীয় স্থান প্রদান করা
  3. উইকিউপাত্তে নিবন্ধ ভিত্তিক তালিকা নির্মাণ এবং তা হালনাগাদ করা

স্থিতি

আমরা উইকিউপাত্তের কার্যক্রমের সারসংক্ষেপ নিয়মিত স্থিতি হালনাগাদে প্রদান করে থাকি।

আকার

উইকিউপাত্ত বর্তমানে সর্ববৃহৎ উইকিমিডিয়া প্রকল্প, যেখানে ৯০ মিলিয়নেরও বেশি বিষয়বস্তু পাতা রয়েছে।