উইকিউপাত্ত
উইকিউপাত্ত বা উইকিডেটা (www.wikidata.org)-এর উদ্দেশ্য হল একটি মুক্ত জ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠা পৃথিবীর বিনির্মাণ যা কিনা মানুষ ও যন্ত্র উভয় দ্বারাই পড়া ও অবদান রাখা সম্ভব হবে। উইকিমিডিয়ার সকল প্রকল্পে এটি তথ্য সরবরাহ করবে এবং তথ্যের কেন্দ্রীয় প্রবেশ নিশ্চিত করবে, যেমনটা উইকিমিডিয়া কমন্স সকল মাল্টিমিডিয়া ফাইলের ক্ষেত্রে করে থাকে। উইকিউপাত্ত উইকিমিডিয়া কর্তৃক নির্মিত ও রক্ষণাবেক্ষণকৃত একটি নতুন প্রকল্প।
এই প্রকল্পের শুরুর দিকের উন্নয়নের জন্য দান করেছিল এলেন ইনস্টিটিউট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স [এ আই]২, দ্য গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশন, এবং গুগল, ইনকর্পোরেশন।
আরও তথ্য
- Wikidata.org – এটি হল মূল ওয়েবসাইট।
- উইকিডেটা পরীক্ষামূলক ওয়েবসাইট
- ভূমিকা – প্রযুক্তিক দিক বাদে উইকিউপাত্ত প্রকল্প ও এর লক্ষ্য সম্পর্কে ভূমিকা দেওয়া হয়েছে।
- প্রাজিপ্র – প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর।
- উন্নয়ন –বর্তমান উন্নয়নমূলক কাজের সারসংক্ষেপ।
- অবদান – আপনি যেভাবে অবদান রাখতে পারেন।
- বিবিধ – উইকিউপাত্তে যেসব শব্দ ব্যবহার করা হয় সেসবের ব্যাখ্যা।
উইকিপিডিয়ার উপর প্রভাব
আমরা তিনটি প্রধান বিষয় নিয়ে কাজ করি:
- ভাষা লিঙ্কগুলির এক জায়গায় কেন্দ্রীয়করণ
- সকল উইকিপিডিয়া জন্য একটি তথ্যছক
- উইকিউপাত্তে নিবন্ধ ভিত্তিক তালিকা নির্মাণ এবং তা হালনাগাদ করা
অবস্থা
আমরা উইকিউপাত্তের কার্যক্রমের সারসংক্ষেপ নিয়মিত অবস্থা হালনাগাদে প্রদান করে থাকি।
Size
Wikidata is currently the largest Wikimedia project, with over 90 million content pages.