Jump to content

Wikimedia Foundation elections/FDC elections/2015/Candidates/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/FDC elections/2015/Candidates and the translation is 26% complete.
Info The election ended ৩১ মে ২০১৫. No more votes will be accepted.
The results were announced on ৫ জুন ২০১৫. Please consider submitting any feedback regarding the 2015 election on the election's post mortem page.

This page contains candidates for the 2015 Wikimedia Foundation FDC elections. Members of the 2015 Wikimedia Foundation Elections Committee, or the Wikimedia Foundation staff, will verify wiki based candidate requirements. Wikimedia Foundation staff will verify identification and later verify offline candidate requirements. Verification of wiki based requirements and identification will be identified on this page. Offline candidate requirements will be verified at a later stage.

Candidates who are not eligible to run in this election will be archived on a subpage.

The five individuals elected will join these members of the Funds Dissemination Committee:

Name Languages Location
Anne Clin (Risker) en-5, fr-2 Canada
Matanya Moses (Matanya) en-N, he-N Israel
Osmar Valdebenito (B1mbo) es-N, en-3 Santiago, Chile
Dumisani Ndubane (Thuvack) ts-N, en-5 South Africa

Snezhana Shtrkovska (Violetova)

Violetova (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Snezhana at Wikimedia CEE Meeting 2014, Kiev, Ukraine
  • ব্যক্তিগত:
    • নাম: Snezhana Shtrkovska
    • বয়স: 49
    • ঠিকানা: Skopje, Macedonia
    • ভাষাসমূহ: mk-5, en-4, sr-4, hr-4, bg-2
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 2010
    • উইকিতে সক্রিয়: mk.Wikipedia
বিবৃতি "অংশীদারী জ্ঞান হল একমাত্র সম্পদ ও স্বাধীনতা যা আমাদের প্রয়োজন। অন্য সব কিছুই তার সাথে আসবে।"
আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?
As part of Shared Knowledge, I am familiar with annual plan and the process of creating, directing and evaluating.
1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
I create, take a part as organizer and evaluate several grants, two of them were photo contests, and the last one which is still ongoing and trying to dissolve gender gap, is named Wiki women in Macedonia.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I am WIkimedian from 2010, as a member and latter a Chair of the Board of WMMK. Since WMMK is not active more then two years, me and my colleagues who wanted to share knowledge and continue with Wkimedia activities, decided to establish an user group as NGO, named Shared Knowledge. I am founder and Board Chair of Shared Knowledge, coordinator for GLAM in my country, member of GAC, and member of Inspire Committee for Gender gap.
যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Ruslik (talk) 13:20, 22 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 08:17, 30 April 2015 (UTC)[reply]
নির্বাচন কমিটি থেকে টীকা Additional username: mk:User:Виолетова

Tanweer Morshed (Tanweer Morshed)

Tanweer Morshed (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Tanweer Morshed. Credit: Munir Hasan. CC-BY-SA
  • ব্যক্তিগত:
    • নাম: Tanweer Morshed
    • বয়স: 22
    • ঠিকানা: Bangladesh
    • ভাষাসমূহ: bn-N. en-3, tr-1, de-1
বিবৃতি আমার মতে, FDC-র মূল দায়বদ্ধতা হলো Wikimedia-র সহযোগীসমূহ, তথা বিশ্বজুড়ে Wikimedia-র আন্দোলনকে বজায় রাখার জন্য দাতাদের অর্থের একটি স্বচ্ছ ও যুক্তিসঙ্গত বরাদ্দকরণ। FDC-এর চ্যালেঞ্জসমূহ হলো আন্দোলনের মিশনের উদ্দেশ্যসমূহ মেনে সব শাখাগুলোর সাহায্যে তহবিলের সঠিক বরাদ্দকরণ এবং তীব্র আমলাতান্ত্রিক সমস্যাগুলো কাটিয়ে গতিবিধিকে শক্তিশালী করা। এফডিসি (FDC) -এর সদস্য হিসাবে, আমি নিচের ব্যাপারগুলো নিয়ে কাজ করতে আগ্রহী:
  • কোনো সত্ত্বার চাহিদা এবং এটি সম্পর্কে বিস্তৃত Wikimedia কম্যুনিটিতে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্য বিবেচনার মাধ্যমে তহবিলের প্রস্তাবনা ভালভাবে নিরীক্ষা করা। অনুদান গ্রহণের প্রক্রিয়াটি আন্দোলনের লক্ষ্যগুলোকে বাস্তবায়নের দিকে একটি সাধারণ বিবৃতির উপর অনুদানপ্রাপ্ত ও দাতা উভয় অংশের সম্মত হওয়ার মাধ্যমে হওয়া উচিত।
  • যে অনুদান গ্রহণ করবে সে যাতে জাতিগত বিষয়সমূহের পরিপ্রেক্ষিতে কোনোপ্রকার বৈষম্যের সম্মূখীন না হয় তা নিশ্চিত করা।
  • কম্যুনিটি সদস্যদের ইনপুটসহ সঠিক ও গঠনমূলক নির্দেশনার মাধ্যমে যোগ্য সহযোগীদের ক্ষমতাপ্রদান করা।

আমি Wikimedia বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং আমি এর শুরু থেকেই প্রোগ্রামসমূহ ব্যবস্থাপনা ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট। আমি সাংগঠনিক কার্যকারিতার সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি এই অভিজ্ঞতাগুলোকে FDC-তে আনতে চাই।

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?
I was involved in the formation of Wikimedia Bangladesh (WMBD) and since then, as a board member, I've been working on organizing and managing programs throughout the country. Most of these programs were in partnerships with educational or commercial organizations. I have been involved in decision making issues of the chapter and has worked on allocating resources, including money from sponsorship, to materialize programs. So far I've been mostly involved in implementing programs, sometimes within resource constraints.
1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
I have experience as a grantee of the WMF. I have created this grant.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I am a Wikimedian since 2009 and I have helped form the chapter WMBD in 2011. Among the Wikimedia projects, I have mostly contributed to the Bengali Wikipedia and I was appointed a sysop there in early 2015. As a board member, I have been involved in implementing and organizing most of the programs by the chapter. Currently I am also serving as Director of Outreach of WMBD's Operations Committee as well as a member of the Membership Subcommittee to manage issues related to recruiting members for the chapter. With a view to expanding the Wikimedia community in Bangladesh, I had the chance to conduct workshops in different parts of the country. I participated the Wikimedia Conference 2014 on behalf of WMBD. Currently I am serving as a member of the Programme Team for the Wikimedia Conference 2015 to be held in Berlin. I am also working as a member of the organizing committee of ongoing 10th Anniversary Programs of Bengali Wikipedia. In order to enhance the collaboration between the Wikimedia community of India and Bangladesh, I participated in the international conference in Kolkata. From my experiences, I believe I've gained a fair insight into the growth of Wikimedia movement in Bangladesh and an overall understanding of the state of the movement through engaging in discussions over mailing lists, events or wikis.
যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Varnent (talk)(COI) 03:07, 23 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:08, 28 April 2015 (UTC)[reply]

Shawn Chen (Chsh)

Chsh (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
File:User Chsh Dubai 30 Dec 2014.jpg
visiting family in Dubai, 2014.
  • ব্যক্তিগত:
    • নাম: Shawn Chen
    • বয়স: 24
    • ঠিকানা: Philadelphia, PA (US)
    • ভাষাসমূহ: en-N, fr-3, fa-2, ja-1
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 12 April 2005
    • উইকিতে সক্রিয়: en-wiki
বিবৃতি শুভেচ্ছা! আমি দীর্ঘকাল ধরে Wikimedia প্লাটফর্মের একজন ব্যবহারকারী এবং মনপ্রাণ দিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য এবং ভিশনকে সমর্থন করি। আমি বিশ্বাস করি Wikimedia-কে এর কৌশলগত পরিকল্পনা চালিয়ে যেতে সাহায্য করতে WDC-এর একজন সদস্য হিসাবে আমার সময়ের স্বেচ্ছাসেবা আমার দক্ষতা ও অভিজ্ঞতার সবচেয়ে ভালো ব্যবহার হবে। উপরন্তু, আমি কেবলমাত্র উত্তর আমেরিকা (NA) অঞ্চলকে না, বরং চাইনিজ এবং পার্সিয়ানের অংশ হয়ে একটি বিচিত্র পটভূমিকে প্রতিনিধিত্ব করি (পাশাপাশি আমার পরিবারের মধ্য দিয়ে ইংরেজি, ফ্রেঞ্চ, আর স্প্যানিশ রক্ত বহমান)।

ফাউন্ডেশনের অনুদান প্রদানের মাধ্যমে একটি অর্থবহ, বিশ্বব্যাপী প্রভাব তৈরির একটি অসাধারণ সুযোগ রয়েছে, কিন্তু তহবিলসমূহ কার্যকরভাবে বণ্টনে Wikimedia কম্যুনিটি এবং FDC এর উপর নির্ভর করে। আমি কম্যুনিটিতে নিযুক্ত হবো এবং নিম্নলিখিত কর্মকাণ্ডের পয়েন্টসমূহ ধরে রাখবো:

  • Wikimedia -এর মিশন এবং পাঁচ-বছরের কৌশলগত পরিকল্পনার সাথে যুক্ত তহবিলের অনুরোধগুলোকে সমর্থন, বিশেষ করে যেগুলোর একটি বিশ্বব্যাপী প্রভাব রয়েছে।
  • বিনিয়োগের উপর সম্ভাব্য রিটার্ন অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলোকে ভালোভাবে পর্যালোচনা এবং বিবেচনা করা।
  • FDC ফ্রেমওয়ার্ক দ্বারা দায়বদ্ধ, নৈতিক প্রোটোকলসমূহের রূপরেখা হিসাবে সমর্থন করা নিশ্চিত করা।
  • প্রকাশ্যে FDC-এর মধ্যে আমার কার্যকারিতা স্ব-মূল্যায়ন করা এবং এখানে সেট করা প্রত্যাশাসমূহের সাথে নিজেকে তুলনা করা।
  • নিশ্চিত করা যে FDC দল কার্যকরভাবে কাজ করছে এবং বৃহত্তর Wikimedia প্রতিষ্ঠানের সাথে যথাযথভাবে যোগাযোগ করছে। আমি নিশ্চিত করবো যে, সকল সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই গ্রুপ-চিন্তা বন্ধ করা হয়েছে।
আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

I graduated from The Wharton School of the University of Pennsylvania with concentrations in Management and Operations (specialized in Business Analytics). During the day I work as a private-sector consultant, and by night I provide strategy consulting to nonprofits. In my free time, I work on a number of projects including starting a nationwide nonprofit organization related to the arts, an internet startup in the consulting domain, and I, slowly, write nonfiction. I have extensive experience in creating mission and vision statements, analyzing business processes, writing annual reports, and reviewing program effectiveness. I have both led nonprofit organizations with 5 figure revenues and provided consulting work for multi-million dollar organizations. I believe these skills align with what the WDC is looking for and would greatly aid in analyzing the overall return of projects applying to the WDC.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
I have prior experience as a grant writer for a couple nonprofits I have volunteered for. In that process, I have been involved in researching successful past grant awards, creating programs that would best meet the requirements of grant programs, and writing requests for proposals.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I’ve supported Wikimedia since I began using Wikipedia over 10 years ago both publicly and practically. Publicly, I’m a strong supporter of what Wikimedia stands for and getting its projects accepted by the educators. Practically, I try to make a meaningful impact within my current area of interest on en-wiki whenever I get a chance. Otherwise, I believe I would be able to provide an objective, impartial perspective and voice for the Wikimedia community. In addition, I will make the WDC my priority and commit the time needed to stand by the Foundation.
যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Varnent (talk)(COI) 01:24, 27 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:14, 26 April 2015 (UTC)[reply]

Itzik Edri (Itzike)

Itzike (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Itzik Edri at WMIL's educators' conference
  • ব্যক্তিগত:
    • নাম: Itzik Edri
    • বয়স: 29
    • ঠিকানা: Israel
    • ভাষাসমূহ: he-N, en-4
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 2008
    • উইকিতে সক্রিয়: Hebrew Wikipedia, Commons, Meta
বিবৃতি FDC এই আন্দোলনের কার্যনির্বাহী বাহু। তাদের সিদ্ধান্তসমূহ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং পুরো আন্দোলনের জন্য গুরুতর।

আমি এই ধরনের কম্যুনিটি কমিটির বড় সমর্থকদের মধ্যে একজন। আন্দোলনটি স্বেচ্ছাসেবীদের দ্বারা তৈরি এবং চালানো হয়েছিলো, যারা এই আন্দোলনটিকে পরিচালনায় সবচেয়ে বেশি উপযুক্ত। যখন WMIL চেয়ারপারসন ছিলাম, একজন অনুদানপ্রাপ্ত হিসাবে, প্রয়োজনবোধে একজন সমালোচক হিসাবে নিবিড়ভাবে জড়িত থেকে আমি প্রথম ধাপ থেকেই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। আমি আনন্দিত যে বছরের পর বছর ধরে তাকে সবার জন্য ভালো করতে আমার অনেকগুলো প্রস্তাব বাস্তবায়িত হয়েছে। তাদের মধ্যে একটি হলো সিদ্ধান্তসমূহ সম্পর্কে অনুদানপ্রাপ্তদের বিস্তারিত ফিডব্যাক প্রদানের প্রয়োজনীয়তা। এটি কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত - শুধুমাত্র অনুদানের পরিমাণ সংক্রান্ত সিদ্ধান্তসমূহে পৌঁছা না, কিন্তু সহযোগীদের শেখাবার জন্য তাদের সাথে জ্ঞান এবং ভালো পদ্ধতি শেয়ার করা।

আমরা অন্য ফাউন্ডেশনগুলোর মত না– আমাদের অনুদানপ্রাপ্তরা আমাদের আন্দোলনের অংশ। আমাদের সিদ্ধান্তসমূহ পেশাগত হওয়া উচিত, কিন্তু এছাড়াও তাদের জন্য কার্যকর এবং সহায়ক হওয়া উচিত। আমাদের অবশ্যই আরো দেখার এবং বিভিন্ন অনুদানপ্রাপ্তদের জন্য, একটি কার্যকর এবং স্বচ্ছ উপায়ে কাজ করার উদ্দেশ্য থাকতে হবে – একসাথে, একটি আন্দোলন হিসাবে – ব্যক্তি হিসাবে নয়। এটি অর্থের একটি ভয়াবহ অপচয় যখন একটি প্রতিষ্ঠান একই অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয় করে যা অন্য একটি প্রতিষ্ঠানও উন্নয়ন করছে। পৃথিবীতে বিনামূল্যে ও আরো প্রবেশযোগ্য জ্ঞান উপার্জন দ্বারা আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, আর আমাদের এটি একসাথে করতে পারা এবং করা উচিত।

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

In my professional life - as VP Government Affairs at one of Israel’s leading digital companies, I'm in charge of our major clients, among them the President of Israel, politicians and ministries - and I helping them plan and execute projects worth hundreds of thousands of dollars. Previously, I held several executive positions, including deputy operations officer at the IDF’s Central Computing System Unit– where I was in charge of many software and infrastructure projects totaling millions of dollars.

Since the establishment of Wikimedia Israel, and as its current Chairperson, I'm very involved in the Wikimedia movement – growing the chapter’s budget from a $10,000 to $250,000, and serving as co-producer of Wikimania, 2011 held in Haifa.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
I served as a GAC member, and I have a strong knowledge and experience writing WMIL grant requests, and through reading and studying other affiliations and external organizations grants requests.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

As a member of the movement for almost a decade, I have taken part in many of the changes the movement has experienced. On one hand, I support and believe in the need for financial and resource support for the organizations within the movement, but at the same time – the need to distribute the resources in an equal and efficient way while ensuring the intelligent use of the donors’ money. I believe my views on the subject are well known, i.e.- It is very important to work as an international movement but at the same time, not to become a "Wikimedia travel agency". Every dollar spent should be considered as if it was our own money. And that applies both to the foundation, chapters and other affiliations.

I lead WMIL to cooperate with many organizations and ministries and I believe the strength of chapters around the world is their ability not only to execute the program locally, but also to serve as the representatives of the movement, allowing to it to expand and to work and make an impact by cooperating with others. I believe my many years of experience with movement’s projects (both successful and less successful), my familiarity with the organizations, administrations and budget management will be useful for the FDC decision-making process.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Ruslik (talk) 18:26, 28 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:11, 28 April 2015 (UTC)[reply]

Mike Peel (Mike Peel)

Mike Peel (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
At WikiConference UK in 2013
  • ব্যক্তিগত:
    • নাম: Mike Peel
    • বয়স: 30
    • ঠিকানা: Manchester, United Kingdom
    • ভাষাসমূহ: English, various programming languages, and basic words of the languages in countries I've visited
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 17 March 2005
    • উইকিতে সক্রিয়:
      • Wikimedia Commons (25,000+ edits, 9,000+ photos uploaded)
      • English Wikipedia (19,000+ edits, admin since 2007)
      • I have a global user page at User:Mike Peel. Please see Special:CentralAuth/Mike Peel for all of my Wikimedia project contributions.
বিবৃতি আমাদের আন্দোলনের ভিতরের বৃহত্তম সংস্থাগুলি যাতে Wikimedia আন্দোলনকে দান করা অর্থ কার্যকর ও দায়িত্বশীলভাবে এমন উপায়ে ব্যয় করে যা পরিমাপযোগ্য ও উল্লেখযোগ্য পার্থক্য সৃষ্টি করবে, তা সুনিশ্চিত করার ক্ষেত্রে FDC-র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। FDC-র একজন সদস্য হিসেবে আমার লক্ষ্য হবে এইগুলি:
  • Wikimedia সংস্থাগুলির সঙ্গে আমার 7 বছরের অভিজ্ঞতা ও অন্তঃদৃষ্টিকে কাজে লাগিয়ে FDC প্রস্তাবগুলির মূল্যায়ন করা এবং আবেদনকারী সত্তাগুলির জন্য তহবিল বন্টনের যথোপযুক্ত মাত্রা সুপারিশ করা, একই সাথে আবেদনগুলির বিষয়ে এবং সংস্থাগুলি সম্বন্ধে কমিউনিটির মতামত শোনা এবং মতামত দিতে উৎসাহিত করা;
  • FDC-র এবং এটি যে সত্তাগুলির মূল্যায়ন করছে সেগুলির স্বচ্ছতা বজায় রাখা ও উন্নত করা, এবং প্রয়োজন হলে গোপনীয়তাকে সম্মান দেওয়া;
  • FDC আবেদন ও রিপোর্ট করার ফর্মগুলি যাতে সুস্পষ্ট, সংক্ষিপ্ত হয় এবং কমিউনিটি ও আবেদনকারীরা তা অ্যাক্সেস করতে পারেন তা সুনিশ্চিত করা;
  • Wikimedia সংস্থাগুলি যাতে তাদের কাজের প্রভাব যথাযথভাবে পরিমাপ করে তা সুনিশ্চিত করা, তারা যে কমিউনিটির তরফে কাজ করছে তাদের কাছে সুস্পষ্টভাবে ও ঘন ঘন রিপোর্ট দেওয়া এর অন্তর্ভুক্ত;
  • ফাউন্ডেশন ও কমিউনিটি সংস্থাগুলির জন্য যে মানদন্ড ও প্রত্যাশাগুলি ধার্য করছে (এবং উলটোটা) সেই সবগুলি যাতে তারা পূরণ করে, তা সুনিশ্চিত করা; এবং
  • Wikimedia-র অন্যান্য সহযোগী সংস্থাগুলিকে FDC তহবিলের জন্য আবেদন করতে উৎসাহিত করা, যেখানে FDC তহবিলের কাঠামো তাদের কার্যকরিতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

আপনার কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে সেগুলি জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না !

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?
I

served as a Wikimedia UK board member for 5 years, which gave me experience with managing budgets from £500 to £500,000+. This included helping put together the first activities of the chapter; hiring part-time employees for the first time for the organisation, and later hiring a chief executive; and establishing an office with a wide range of ongoing activities in a large number of different areas. I organised the first-ever Wikimedia editathon (at least, under that name) at the British Library in 2011, and I assisted with the creation of the first Wikimedian in Residence position and the second GLAM-WIKI conference, both at the British Museum. I believe that I have a good understanding of what is possible for an organisation to do at various stages of development, although I also think that the Wikimedia organisations need be doing a lot more than they are currently doing to support the Wikimedia community and to effectively further Wikimedia's goals.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
I have experience of grantmaking within Wikimedia: I led the WMUK microgrants program for several years, and I served on the FDC for two years. In addition, my day job (as a postdoctoral researcher in radio astronomy) is funded by grants, so I have a reasonable (albeit second-hand) understanding of the process of applying for funds, the decision-making process, and the importance for making timely and logical decisions.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I have been part of the Wikimedia movement for over a decade. I've made over 58,000 edits to the Wikimedia wikis so far. I was a founding board member of Wikimedia UK in 2008, and I served on its board for 5 years as its Membership Secretary (2008-09), Chair (09-10) and Secretary (10-13), giving me experience of leading a Wikimedia organisation, as well as understanding all of the elements of the work that the Wikimedia organisations do. I also served on the FDC as an ordinary member (2013-14) and as its Secretary (13-14). I aim to be as transparent as I can be (which is not always easy/possible!). With regards to my previous involvement with the FDC, you can see my 2013 pledge and COI statement and a record of my compensation for expenses from Wikimedia. I also publicly posted some thoughts on the FDC process in 2014.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: KTC (talk) 20:30, 29 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 20:59, 29 April 2015 (UTC)[reply]

Peter Ekman (Smallbones)

Smallbones (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
  • ব্যক্তিগত:
    • নাম: Peter Ekman
    • বয়স: 60
    • ঠিকানা: suburban Philadelphia, PA, USA
    • ভাষাসমূহ: en-N, ru-3
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: November 28, 2005
    • উইকিতে সক্রিয়: English Wikipedia, (33,000+ edits - 65% in article space). Commons (15,001 edits, roughly 6,000 photos uploaded)
বিবৃতি FDC-র কাজ হল
  • Wikimedia-র সাথে সম্পর্কিত যে দলগুলি WMF-এর কার্যকৌশলগত লক্ষ্যগুলি পূরণের ক্ষেত্রে বৃহত্তম প্রভাব ফেলতে পারে, WMF যাতে তাদের হাতে তহবিল তুলে দিতে পারে তা নিশ্চিত করা, এবং
  • বোর্ড, দাতা, এবং কমিউনিটিকে আশ্বস্ত করা যে তহবিলগুলি দায়িত্বশীলভাবে খরচ করা হচ্ছে।

FDC-র একজন সদস্য হিসেবে আমার অগ্রাধিকারগুলি হবে:

  • FDC এবং তহবিল বন্টন প্রক্রিয়ার পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি করা অব্যাহত রাখা। FDC তার 3 বছরের অস্তিত্বে একটি অদ্ভুত নতুন ধারণা থেকে একটি মসৃণভাবে পরিচালিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা উইকি (Wiki) আন্দোলনের মূল্যায়ন করে এবং এর প্রধান অংশগুলিকে তহবিল প্রদান করে। FDC অন্যান্য অ-লাভজনক উদ্দেশ্যের তহবিল প্রদানকারী সংস্থাগুলির থেকে অত্যন্ত পৃথক, এবং ইন্টারনেট যুগের জন্য একটি মডেল তৈরি করেছে। আমাদের এই মডেলটির উন্নতি করা চালিয়ে যাওয়া প্রয়োজন।
  • *সমস্ত* ধরনের দল ও জাতীয়তাগুলিকে অর্থ জোগানো, কিন্তু আন্দোলনের ভিতরের বৈচিত্র্যপূর্ণ মানুষ ও দলগুলিকে, যেমন গ্লোবাল সাউথের দলগুলিকে এবং বর্তমানে কমিউনিটিতে অন্য যাদের প্রতিনিধিত্ব কম আছে তাদের বিশেষভাবে উৎসাহিত করা।
  • দলগুলির কাছে পৌঁছনো এবং তাদেরকে তহবিলের জন্য আবেদন করতে সাহায্য করা এবং তাদের অভিজ্ঞতাকে যথাসম্ভব মসৃণ ও ব্যথাহীন করে তোলা।
  • কার্যকরিতার সংখ্যাগত পরিমাপ গড়ে তোলা চালিয়ে যাওয়া এবং সেগুলিকে যাতে অ-সংখ্যাগত মূল্যায়নের স্থান নেওয়ার পরিবর্তে সম্পূরক হিসেবে ব্যবহার করা হয় তা সুনিশ্চিত করা।
আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

I earned a Ph.D. in finance and taught finance for many years mainly in MBA programs, including long periods in Moscow, Russia, and Budapest, Hungary, before retiring This experience has made me very familiar with methods of making financial decisions, as well as exposed me to different cultures, and different people. I was part of the planning of the FDC itself in 2012 as part of the FDC advisory committee, and of its two-year evaluation last year, so I'm familiar with the basic process.

In academia there are always different programs and committees that require input or direction. For example, in Moscow I was Acting Dean for a year and for three years ran a Chartered Financial Analyst exam review program. In Budapest I was the equivalent of a Department Head.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?

The grant making process runs throughout academia. My favorite experience with grants was being part of a committee for 2 years that advised the US Embassy in Moscow on awarding Fulbright Scholarships to Russian scholars who wished to study and conduct research in America.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I've worked with many of the types or organizations that ask for funding. I was the US coordinator for Wiki Loves Monuments in its first year. I've worked, off-and-on, with GLAM projects since the start of Wikimedia's GLAM connection, e.g. with the Delaware Art Museum and a current project with the Presbyterian Historical Society. Though I live in Philadelphia, I've participated in many NYC and Washington DC chapter activities. I'm currently a member of Wikimedia DC.

Mostly though I like to take photos and write articles on Wikipedia on a broad range of topics, but mostly related to local history. For all the importance of chapters and organizations like GLAM, we always need to remember the folks who write and illustrate our encyclopedias and other projects.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Varnent (talk)(COI) 03:27, 30 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 03:41, 30 April 2015 (UTC)[reply]

Felix Nartey (Flixtey)

Flixtey (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
At a Google summit in Kenya
  • ব্যক্তিগত:
    • নাম: Felix Nartey
    • বয়স: 25
    • ঠিকানা: Ghana
    • ভাষাসমূহ: en-N
বিবৃতি আমি একজন তরুণ প্রাণোচ্ছল ব্যক্তি, এবং Wikimedia Foundation-এর দূরদৃষ্টি ও লক্ষ্যগুলির বিষয়ে অত্যুৎসাহী। আমাদের কাজগুলি যে সমস্ত সুযোগসুবিধা প্রদান করে এবং নিকট ভবিষ্যতে বিশ্বকে যে সমস্ত সুযোগসুবিধা প্রদান করবে, সেই ব্যাপারে আমি উত্তেজিত।

এই সম্মানিত প্রতিষ্ঠানের অংশ হওয়া এবং আমাদের দূরদৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া একটি বিশেষাধিকার। আমি বিশ্বাস করি যে FDC-র ভূমিকার মাধ্যমে আমরা আমাদের অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করতে পারি এবং কমিউনিটির উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমাদের সম্পদগুলির দক্ষ ও বিচক্ষণ ব্যবহার অনেকাংশে নিশ্চিত করতে পারি। সহযোগী দল ও প্রতিষ্ঠানগুলির সংখ্যা বৃদ্ধির কারণে অনুদান মূল্যায়নের ক্ষেত্রগুলিতে আরো স্বশাসিত ও সুদক্ষ কমিটির প্রয়োজন আছে, আর সেই জন্যই তহবিল ও বন্টন সমিতি (Funds and Dissemination Committee) গঠিত হয়েছে।

এই সমিতির কার্যকলাপগুলির অনুপূরক হিসেবে আমি আমার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবং বোর্ডকে অনুদান সংক্রান্ত বিচক্ষণ ও অপরিহার্য সিদ্ধান্ত গ্রহণ ও উপদেষ্টা পরিষেবা দেওয়া সুনিশ্চিত করতে ইচ্ছুক।

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?
My knowledge in Finance acquired from my tertiary education compliments the roles of this position. My experiences from previous job roles have afforded me the opportunity to work closely on credit analysis, budget appraisal and acquired an appreciable knowledge in audits and processes. I currently occupy the role of the Finance Manager and a Business Development & Accounts Manager for the Ghana Volunteer Program and Cal Bank Limited respectively. I understand the crucial nature of budget appraisal and spending, I will be honored to use my knowledge and experience to streamline our grant system and ensure control mechanisms are put in place to avoid income leakages by ensuring proper checks and balances are rightly in place.
1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
At my position as the Finance manager for the Ghana Volunteer Program, I manage the distribution of funds to support projects around our activities and to individuals organizing volunteer activities in Ghana. I am a grant recipient of the Wikimedia Foundation and many other affiliations, I have gained relevant experience in grant writing and perfectly understand the processes and requirements for a successful grant.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

In my past two and a half years with the foundation I have learned and risen through to the ranks of the community manager of the Ghanaian Wikimedian Community (Wikimedia Ghana Usergroup). I have yearned to contribute substantially to the foundation and ever since I joined have been earnestly working towards that. I have led my community to increase engagement and participation, held successful projects and participated in campaigns that will enhance the image of the foundation.
যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: KTC (talk) 12:51, 30 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:16, 30 April 2015 (UTC)[reply]

Liam Wyatt (Wittylama)

Wittylama (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Participating in a Wikipedia training session in Bangalore, India (2011)
  • ব্যক্তিগত:
    • নাম: Liam Wyatt
    • বয়স: 30
    • ঠিকানা: Bologna, Italy (Originally from Australia)
    • ভাষাসমূহ: en-N, fr-3, it-2, sv-1
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 2005
    • উইকিতে সক্রিয়: EN.wikipedia, Meta (and also work on Commons, Wikidata, Outreach and several Chapter’s-wikis over the years).
বিবৃতি তহবিল বন্টনের প্রক্রিয়াটি আমাদের আন্দোলনের কর্মকান্ডের একটি মৌলিক অংশ, তাই আমাদের লক্ষ্যে সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সহযোগী সংস্থাগুলির সামর্থ্য বিকাশে আগে থেকে সক্রিয়ভাবে সহায়তা করতে হবে, এবং FDC হল এর একটি অপরিহার্য অংশ। পেশাদারিত্ব গড়ে তোলা, কার্যকরিতাকে পুরস্কৃত করা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং আমাদের সমগ্র আন্দোলন ব্যাপী কমিউনিটির নজরদারী বজায় রাখার ক্ষেত্রে সাহায্য করার জন্য এটা অত্যাবশ্যক। এই পরবর্তী দু'বছরের সময়কালে আমি চাই যে FDC এগুলি নিশ্চিত করার উপরে মনোনিবেশ করুক:
  • পূর্ববর্তী বছরগুলিতে অন্যান্য সহযোগীদের দ্বারা পরীক্ষিত হয়েছে, এমন প্রমাণিত কার্যকৌশল/প্রকল্প/কার্যকলাপগুলি যে আবেদনকারীরা ব্যবহার করেন, তাদেরকে পুরস্কৃত করা। আমরা আমাদের সেরা অনুশীলনগুলিকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে আরো দক্ষ হয়ে উঠেছি, কিন্তু সাফল্যগুলির পুনরাবৃত্তি করার ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করা প্রয়োজন;
  • প্রত্যেক আবেদনকারীর কাছে প্রত্যাশিত মানদন্ডগুলি তাদের উন্নয়নের পর্যায় ও পেশাদার সামর্থ্যের জন্য যথোপযুক্ত। সংস্থাটি যত বড় হবে এবং যত বেশি অর্থরাশির জন্য অনুরোধ করবে, মানদন্ড ততই উচ্চ হওয়া উচিত। একইভাবে, অল্প অর্থরাশির জন্য অনুরোধ করছে এমন ক্ষুদ্রতর/অল্পবয়সী সহযোগীদের অনুভব করা উচিত যে প্রক্রিয়াটির পরিকল্পনা করা হয়েছে তাদের সাহায্য করার জন্য, বাধা দেওয়ার জন্য নয়;
  • সমস্ত পক্ষগুলির (FDC, আবেদনকারী, WMF, অন্যান্য সহযোগী) শুরু থেকেই স্পষ্ট ধারণা আছে যে তাদের কাছে কী প্রত্যাশা করা হয়, এবং প্রক্রিয়াটির মাঝপথে নিয়মাবলী বা প্রত্যাশা পরিবর্তন করা হবে না।
আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

I have a strong track record of identifying and supporting innovative Wikimedia activities so that they are successful, scalable and replicable - most especially in the field of GLAM outreach and partnerships. Over the last several years the scale and proportion of Chapters’ investment in GLAM activities has grown significantly and I have frequently been asked to advise on planning or help with the implementation of these programs. One effect of this growth in partnership projects is a direct and positive correlation with the professionalism and organisational stability of the Chapters that operate them.

In my previous work with the National Library of Australia and Creative Commons Australia as well as my current work with Europeana, I have been involved in the complete lifecycle of annual-planning - from reviewing previous projects (successful, unsuccessful, incomplete) to building new strategy and determining operational goals, funding application (and revisions!) as well as implementation and ongoing reporting.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?

I have been involved in many aspects of the WMF grantmaking process for many years - both as adviser and as recipient. I was an inaugural member of the "Individual Engagement Grants" committee; I oversaw several events that received "Project & Event" grants; and I have successfully applied for two "Travel & Participation" grants.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

For almost a decade and have been deeply involved in movement-wide discussions on the nature of fundraising, funds dissemination, the role of affiliates and the WMF as well as the professionalisation of organisations. Over that time I have seen the processes change and evolve. I have worked for the WMF as a contractor; been an executive member of a Chapter; received and coordinated several grants at different levels; and worked closely with a dozen other affiliate organisations - from the biggest chapters to external non-profit organisations and small Wikimedia user-groups. This “institutional memory” will be very important in deliberating on individual proposals as well as helping to shape the recommendation principles of the committee. I have been involved in many aspects of the community. I am most proud of being the founder of our GLAM project and being the first Wikipedian-in-Residence. I have helped organise or been involved with projects run by many chapters and community groups across the world, convened three Wikimedia outreach conferences and three international workshops. I have also been the WMF’s Cultural Partnerships Fellow; the vice-president of Wikimedia Australia; and co-host of the Wikipedia Weekly podcast. I live in Italy and work for Europeana as Wikimedia liaison. I and previously coordinated digital engagement at the National Library of Australia and Creative Commons Australia. My academic work includes a thesis on the Historiography of Wikipedia and I have a Masters degree in Intellectual Property Law.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Ruslik (talk) 22:18, 30 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:16, 30 April 2015 (UTC)[reply]

Ad Huikeshoven (Ad Huikeshoven)

Ad Huikeshoven (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Ad Huikeshoven at Wikimedia Conference Milan, 2013.
  • ব্যক্তিগত:
    • নাম: Ad Huikeshoven
    • বয়স: 51
    • ঠিকানা: The Hague, The Netherlands
    • ভাষাসমূহ: nl-N, en-3, de-1, fr-1
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 1 February 2005
    • উইকিতে সক্রিয়: nl.wp, wmnl, prior to 2012 nickname on nl.wp
বিবৃতি FDC তার প্রক্রিয়াটিকে পরিণত ও সুস্থিত করে তুলছে, তা সত্ত্বেও কখনও কখনও FDC-র সুপারিশগুলি পূর্বাভাসের অযোগ্য হয় এবং এগুলিকে চ্যালেঞ্জ করা হয়েছে। FDC আবেদনকারীদের অভিজ্ঞতা হল যে প্রস্তাব ও রিপোর্টের জন্য মানদন্ডগুলির শ্রেণী ক্রমশ আগের চেয়ে বেড়েই চলেছে। দায়বদ্ধতা প্রয়োজন, তবে কিছু আবশ্যকতা আবেদনকারীদের উদ্ভাবন করতে উদ্দীপিত করে না। কিছু সহযোগী তাদের পরিবেশের উপরে প্রভাবের ক্ষেত্রে চমৎকার কাজ করছেন, পরিমাপ ব্যবস্থা ও মূল্যায়নের বর্তমান ব্যবস্থায় তাদের প্রচেষ্টার জন্য স্বীকৃতি ছাড়াই। FDC-কে গ্লোবাল নর্থের বর্তমান সহযোগীদের বৃদ্ধিকে ব্যাহত না ক'রে, গ্লোবাল সাউথে নতুন সহযোগীদের উত্থানকে উদ্দীপিত করা উচিত।

চ্যাপ্টার ও অন্যান্য সহযোগী সত্তাগুলি সমকক্ষদের দ্বারা মূল্যায়ন ও পর্যালোচনা করাতে পছন্দ করে। Wikimedia নেদারল্যান্ডের একজন প্রাক্তন কোষাধ্যক্ষ ও বর্তমান বোর্ড সদস্য হিসেবে আমি সমকক্ষ ব্যক্তিদের মধ্যে অন্যতম।

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?
Since 2012 I’m a board member of Wikimedia Nederland starting as treasurer. At that time WMNL didn’t have any employees. Now WMNL is a professional organization with six staff members and some contractors. I’ve been involved in developing annual plans and grant application for WMNL since 2012 four times including reporting and overseeing reporting.
1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?
In my daytime job I have had experience with coordinating evaluations of a several dozens grants in a program totalling several hundred million euro. For Wikimedia Nederland I have been involved in setting up and executing a micro grant program. Last year and this year I have developed and overseen a scholarship program for Wikimania.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

Prior to becoming a board member of WMNL I served on the Audit Committee of the Wikimedia Foundation in the period 2007 to 2012. I have visited the Wikimedia Conferences in Berlin and Milan several times. I have visited Wikimania Haifa, Hong Kong and London. I graduated in 1992 in Economics and Business Adminstration at Maastricht University.
যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Varnent (talk)(COI) 22:35, 30 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 21:16, 30 April 2015 (UTC)[reply]

Lorenzo Losa (Laurentius)

Laurentius (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
  • ব্যক্তিগত:
    • নাম: Lorenzo Losa
    • বয়স: 29
    • ঠিকানা: Italy
    • ভাষাসমূহ: it-N, en-3, es-1, Python-3
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 25 April 2004
    • উইকিতে সক্রিয়: it.wikipedia, meta
বিবৃতি FDC হল আমাদের আন্দোলনের একটি প্রধান অংশ। এর উদ্দেশ্য শুধু অনুদান দেওয়া নয়, অংশগ্রহণমূলক অনুদান দেওয়া। এখানে শুধুমাত্র তহবিল নিয়েই বাজি ধরা হয় না। আমাদের প্রধান মূল্যবোধগুলি মনে রাখা জরুরি, এবং এগুলির মধ্যে আছে:
  • স্বচ্ছতা। পরিকল্পনা, কার্যকলাপ ও সিদ্ধান্তগুলিকে দৃশ্যমান ও বোধগম্য হতে দিন।
  • সমন্বয় ও অংশগ্রহণ। এটা আমাদের আন্দোলনের কেন্দ্রে আছে।
  • স্বেচ্ছাসেবকদের ক্ষমতা প্রদান করা। আমাদের লোকদের চমৎকার ধারণা আছে। এগুলিকে চমৎকার কার্যক্রমে রূপান্তরিত করার জন্য আমাদের সংস্থাগুলি নির্মাণ করা হয়েছে।

তার ভূমিকা পূরণ করা এবং দাতাদের অর্থকে কার্যকরভাবে বন্টন করার জন্য, আমি বিশ্বাস করি যে FDC কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে:

  • বৈচিত্র্য বুঝতে পারা। সহযোগীদের আকার, প্রসঙ্গ ও পন্থাগুলি পৃথক। সেটা আমাদের সমৃদ্ধিগুলির মধ্যে অন্যতম।
  • দীর্ঘমেয়াদে চিন্তা করা। এটা শুধু পরের বছর সম্পর্কে নয়: পরিকল্পনাগুলি এবং FDC-র সুপারিশগুলি, দীর্ঘমেয়াদে আন্দোলনকে রূপ দেয়।
  • স্পষ্টতা। স্বচ্ছ হওয়া বলতে তথ্যকে শুধুমাত্র উপলব্ধ করানোই বোঝায় না, প্রবেশসাধ্য ও বোধগম্য করানোকেও বোঝায়; অংশগ্রহণমূলক হওয়া বলতে শুধু মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়াকেই বোঝায় না, তাদেরকে এটা করার জন্য কার্যকরভাবে সমর্থ করাকেও বোঝায়।

FDC একটি টেকনিকাল কমিটির থেকে অনেক বেশি কিছু। এটি টেকনিকাল সিদ্ধান্ত নেয়, তবে আমাদের লক্ষ্যকে সহায়তা করার জন্য এবং আমাদের মূল্যবোধগুলি অনুযায়ী। এই মূল্যবোধগুলির কারণেই আমাদের একটি কমিটি আছে। ফাউন্ডেশন ন'জন টেকনিশিয়ান নিয়োগ করতে পারত; কিন্তু সেটা কার্যকর হবে না। এটা অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হবে না। এর সঙ্গে আমাদের আন্দোলনের এত বেশি বন্ধন থাকবে না।

আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

In nine years in Wikimedia Italia, I've took part / directed a number of programs, ranging from educational programs to partnerships with cultural institutions, organizing conferences and public events, and so on. More recently, I've worked on WMI's strategic plan.

Looking outside Wikimedia, one year ago I co-founded a startup company: business plans are now my daily job, also.

And I'm a mathematician, so if we have to talk about metrics and measurable results, I'm not easily scared :-)

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?

Regarding my experience in Wikimedia grants, I've been involved in both the requests made by Wikimedia Italy: the PEG for the Wikimedia Conference in 2013 and its first APG request (just now). Only two, because Wikimedia Italy for most of its life has managed (and had the luck) to get enough funds from other sources. This means that I've been exposed to various non-Wikimedia grants; among the ones I leaded, Crescere che avventura (2011-2013), from a private Italian foundation, to teach about Wikipedia in schools, and EAGLE, an ongoing three-million-euros three-years European grant where Wikimedia has a small (yes, we are not getting millions) but important role (by the way, this resulted in the first use of Wikibase outside Wikidata, and I'm quite proud of that).

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

I've been a wikimedian for 11 years (I might be the oldest wikipedian in this election...); I started editing the Italian Wikipedia in 2004, and I've been elected administrator in 2006. In the same year I joined Wikimedia Italia, and I've been in its board from 2011 to 2014; now I'm Coordinator for relations with institutions.

In these years I've seen different parts of our movement, both the online editing, organizing programs, and managing the chapter.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Varnent (talk)(COI) 23:49, 30 April 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 00:10, 1 May 2015 (UTC)[reply]

Michał Buczyński (Aegis Maelstrom)

Aegis Maelstrom (talk meta edits global user summary CA  AE)

প্রার্থীর বিবরণ
Wikimedia Polska meetings are both work and fun!
  • ব্যক্তিগত:
    • নাম: Michał Buczyński
    • বয়স: 33
    • ঠিকানা: Warszawa, Poland
    • ভাষাসমূহ: pl-N, en-4, de-1.5
  • সম্পাদকীয়:
    • যে সময় থেকে উইকিমিডিয়ান: 2004
    • উইকিতে সক্রিয়: pl.wiki, Meta, WMPL
বিবৃতি FDC হল Wikimedia-র আর্থিক তত্ত্বাবধায়ক।

এটি যখন আন্দোলনকে পথ দেখাতে সাহায্য করে, তখন এটি সমস্যাজনক মূল্যায়নকারীর থেকে অনেক বেশি কিছু, এবং স্বেচ্ছাসেবক, সহযোগী, কর্মী ও বোর্ডের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। FDC এই রকম হতে পারে:

  • আপনার সঙ্গী, স্টেকহোল্ডারদের থেকে শেখে এবং এই প্রক্রিয়ায় তাদের দৃষ্টিভঙ্গিগুলি একে অন্যের কাছে অনুবাদ করে,
  • আপনার প্রশিক্ষক, বোর্ড দ্বারা ধার্য লক্ষ্য ও মানদন্ডগুলিকে ব্যাখ্যা করে ও রক্ষা করে,
  • আপনার পরামর্শদাতা, সবচেয়ে দক্ষ সমাধানে পৌঁছনোর জন্য নিজের অভিজ্ঞতা দিয়ে সেবা দেয়।

FDC উচ্চতর মানদন্ডে পৌঁছনো এবং প্রত্যেক পয়সার জন্য আরো বেশি মূল্য ফেরত দেওয়ার সাথে সাথে স্থানীয় পরিস্থিতিগুলিকে সম্মান দিয়ে ও আরো প্রসারিত করে, আন্দোলনকে বিশ্বজনীন ও বৈচিত্র্যপূর্ণ রাখতে সাহায্য করতে পারে।

আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি এটিকে সাধারণ লক্ষ্যের অভিমুখে একটি পরিষেবা হিসেবে বিবেচনা করব এবং আমার প্রচেষ্টায় অন্তর্ভুক্ত থাকবে:

  • তাদের প্রয়োজন, আশা ও উদ্বেগগুলি জানার জন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা, যাতে এটা সামনের দিকে হস্তান্তরিত করা যায়।
  • ভূমিকাগত আদর্শ এবং সোনালি মানদন্ডগুলি সন্ধান করা, WLM-এর মত প্রমাণিত ধারণাগুলি সহ।
  • আবেদনকারীদের প্রতি সহায়তা।
  • অংশীদারি এবং একটি সাধারণ লক্ষ্য চাওয়া (মানুষের প্রতি নরম হওয়া, আর সমস্যাগুলির প্রতি কঠোর হওয়া)
  • প্যাটার্ন ও বেঞ্চমার্ক সন্ধান ক'রে, পরিমাণগত ও গুণগত তথ্যের উপরে কাজ করা।
  • রিপোর্ট করার মানদন্ডগুলির উপরে কাজ করা, যেহেতু স্বচ্ছতা স্বাস্থ্যকর এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকৃত তথ্য অত্যাবশ্যক, কিন্তু বেশির ভাগ সহযোগীর পক্ষে ফর্মগুলি একটি বিশাল বোঝা হতে পারে। সম্ভাব্য অর্থপূর্ণ ও স্বয়ংক্রিয় সমাধানগুলি একসাথে নির্ণয় করা উচিত।
  • সহযোগীদের মধ্যে সহযোগিতায় উৎসাহ দেওয়া, আন্দোলনের বন্টিত ধরণের পক্ষ সমর্থন করা, উদাঃ কম্পিটেন্স সেন্টারগুলি।
আবশ্যিক প্রশ্নসমূহ 1. আপনার অভিজ্ঞতা দিয়ে মনে করেন কি এফডিসির কাজ এবং সুপারিশ প্রক্রিয়া উন্নত করা প্রয়োজন ?
1.1. পরিচালনা এবং/অথবা বার্ষিক পরিকল্পনা ও অনুষ্ঠান মূল্যায়ন?

Firstly, I believe I could help in the reporting / numbers side as I see here field for improvement. Being an economist and finances professional, I have been working in the field of risk and reporting for 8+ years and I know good and bad sides of this process more than enough. Secondly, benchmarks and problem solving: I am a data cruncher, with a MBA visit at UCLA and unfinished PhD (wikis and job won). Thirdly, understanding and communication: I am a dated Wikimedian, coming from a mid-size, CEE chapter, somewhat bridging experiences of East and West, big and small budget, emerged and yet-to-emerge countries. Moreover, my additional background are professional 5yrs studies in psychology, about to complete in a few months (mind you, education in Poland can be still free and I am using it). Finally and perhaps foremost, I am a wiki and a chapter person, serving on the board for ca. 3 years. I hope it all lets me to serve my partners, esp. Board and Affiliates, better.

1.2. গ্র্যান্টমার্কেটিং-এ?

Thanks to the education, trainings and profession, I feel able to work on grantmaking utilizing a proper framework or developing new tools.
Judging from personal experiences, nowadays every PhD student can claim they received their grants lesson ;) but for me my chapter and global Movement were more important. Seeing my chapter rising from a loose pack of geeks and then service in a board, during cautious professionalization and capacity building, let me walk in the shoes of many affiliates. Then the meetings with fellow Wikimedians helped me to understand more. OTOH, Polish Board gave me an oversight perspective, as aside of evaluating projects and programmes, we delegate the majority of grants per se to empowered subcoms. Finally, my brief participation in GAC, till I needed to let me cross out due to temporary health issues, gave me great lessons of WMF's expectations, global grantmaking, working with diverse submitors and wiki initiatives.

2. উইকিমিডিয়ার সাথে আপনার সম্পর্ক কিভাবে এফডিসির জন্য আপনাকে যোগ্য করেছে?

Having acted in numerous roles: editor, sysop, arbcom, speaker, trainer, evangelist and evaluator, I have learned a lot upon initiatives of my home chapter and others. GAC, meetings with WMF Staff and fellow Wikimedians, research on quantitative data of chapters gave me further global perspective. I believe combining the lessons locally learned with proper standards of the Movement and merging it with my general background would let me bring many useful things to the table. Finally, for the time being my home chapter remains self-funded and uninvolved in the FDC process, separating me from potential conflicts of interest.

যাচাইকরণ নির্বাচন কমিটি বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী কর্তৃক যাচাইকরণ হয়েছে।
যোগ্যতা: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: KTC (talk) 00:24, 1 May 2015 (UTC)[reply]
সনাক্তকরণ: যাচাইকৃত
কর্তৃক যাচাইকৃত: Jalexander--WMF 00:07, 1 May 2015 (UTC)[reply]