Jump to content

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/দিকনির্দেশ

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Direction and the translation is 98% complete.
Outdated translations are marked like this.

২০১৭ সালের জানুয়ারিতে আমরা উইকিমিডিয়া আন্দোলনের সবাই মিলে একটি কৌশল নির্ধারণী আলোচনা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল পরবর্তী ১৬ বছরে অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত আমরা একসাথে কোথায় যেতে চাই বা কি করতে চাই সে বিষয়ে সবার মতামত নেওয়া।

অনউইকি আলোচনা, বড় কনফারেন্স, ছোট মিটআপ, সাক্ষাতকার, গবেষণাসহ [1] পুরো প্রক্রিয়াটি ছিল একটি সময়সাপেক্ষ, জটিল ও আকর্ষনীয় প্রক্রিয়া। যেকোন কৌশলগত আলোচনার মত উইকিমিডিয়া অান্দোলনের মত বড় একটি আন্দোলনের জন্যও এটি ছিল খুবই কঠিন একটি কাজ। আমাদের কেউ কেউ নিবন্ধ লিখে। কেউ কেউ সফ্টওয়্যার নির্মান করেন। কেউ কেউ টাকা ও সময় ব্যায় করে আন্দোলনকে আরও বৃদ্ধি করছেন। এর মধ্যে আবার কেউ কেউ রয়েছেন সংগঠক, শিক্ষাবিদ ও উইকিনোমস। কেউ কেউ আবার অত্যাধিক আগ্রহী ব্যক্তি। আমাদের মধ্যে কেউ কেউ এগুলোর সবগুলোই করে থাকেন।

যা আমাদের একসাথে করেছে আমরা এই কারণেই এটি করছি।

আমরা সবাই এটাও সাথে যুক্ত করাণ আমরা সবাই বিশ্বাস করি যে, মুক্ত জ্ঞান বিশ্বকে একটি ভালো স্থানে পরিণত করছে। প্রত্যেক মানুষ জ্ঞানে প্রবেশাধিকারের অধিকার রাখে এবং কোন না কোনভাবে এটাতে অবদান রাখতে পারে।

নির্দেশনা: যে ভবিষ্যৎ আমরা কল্পনা করি

২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া মুক্ত জ্ঞানের নেটওয়ার্কের একটি নেটওয়ার্কে পরিণত হবে যেখানে যারা আমাদের মত মূল্যবোধ শেয়ার করে সেসব সংস্থা আমাদের সাথে যুক্ত হতে পারবেন।

একসাথে, আমরা এমন একটি জ্ঞন ব্যবস্থা গড়ে তুলবে যখানে বৈচিত্রতার সাথে সবাই জ্ঞান বিনিময় করতে পারবেন এবং অন্যরাও একই কাজ করতেদ পারবেন।

আমরা ভবিষ্যতেও আমাদের এই বিষয়বস্তু যুক্ত করণের কাজ চালিয়ে যাবো এবং আরও বাড়াবো।

ব্যবহারকারীদের আরও উন্নত তথ্য যোগান দিতে আমরা আমাদের সার্ভিস ও প্লাটফর্ম আরও উন্নত করবো। আমরা এমন একটি উন্মুক্ত ব্যবস্থা তৈরি করবো যা আমাদের সহ আরও উইকিমিডিয়া প্রকল্প ও ব্যবহারকারীদের জন্য সামঞ্জস্যপূর্ণ হবে। আমাদের প্লাটফর্ম আমাদের মুক্ত, বিশস্থ ও একটি গঠনমূলক জ্ঞান চর্চায় সাহায্য করবে।

একটি সামাজিক আন্দোলন হিসেবে আমরা সমাজের সব স্তরের মানুষকে নিয়ে মুক্ত বিশ্বকোষের এই আন্দোলন চালিয়ে যাবো। আমরা সমাজের প্রত্যেক পটভূমির লোকজনকে আমাদের এখানে স্বাগত জানাবো। আমরা সামাজিক ও অন্যান্য পযুক্তিগত সীমাবদ্ধতাগুলোকে জয় করে সামনে এগিয়ে যাবো।

পরবর্তীতে কি:

সেপ্টেম্বর ২০১৭ সালে, আমরা এই ভবিষ্যতের দিকে একসাথে কাজ করার জন্য আমাদের উদ্দেশ্য ঘোষণা করব। আমরা ভবিষ্যতের এই আলোচনার পরবর্তী পর্যায়ে অংশ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং উইকিমিনিয়া ২০১৮ এর মাধ্যমে ভূমিকা, দায়িত্ব এবং সাংগঠনিক কৌশলগুলি যা আমাদের ভবিষ্যতের এই বাস্তবায়ন করতে সক্ষম হবে।

আমরা আমাদের নিজস্ব উপরে আমাদের আন্দোলনের চাহিদাগুলি নিরূপণ এবং আমাদের আন্দোলনের জন্য কাঠামোগত প্রক্রিয়া, প্রক্রিয়াগুলি খুঁজে বের করতে অঙ্গীকার করবো যা আমাদের সাধারন দিকের দিকে পরিচালিত হবে।

কারণ: কেন আমরা এই কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করবো

উচ্চাকাঙ্খা: আমরা সবাই যা চাই

আমাদের সমষ্টিগত পথচলা একটি পরীক্ষা হিসাবে শুরু হয়েছে: একটি খসড়া স্থান যেখানে যেকেউ বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনাকৃত একটি মুক্ত বিশ্বকোষে তথ্য দিতে পারবে। [2] উইকিপিডিয়া শীঘ্রই তার মূল বিষয়ের তুলনায় অনেক বেশি কিছু হয়ে ওঠবে, এবং আজ এটি তথ্যের জন্য একটি উৎস হিসাবে অনেকের দ্বারা বিবেচনা করা হয় [3][4] উইকিমিডিয়া সম্প্রদায় এখন তথ্য ও সামাজিক অগ্রগতির আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি প্রত্যেকের জন্য বিনামূল্যে জ্ঞান বিতড়নের রুল মডেলে পরিণত হয়েছে। [5] [6] উইকিমিডিয়া আন্দোলনের দৃষ্টিভঙ্গিটি এই প্রসারিত সুযোগটি বর্ণনা করে: "একটি বিশ্ব যেখানে প্রত্যেক মানুষ মুক্তজ্ঞানে সমান প্রবেশাধিকার লাভ করে। "[7] বিশ্বকোষের বাইরে, আমাদের সাধারণ অভ্যাসের তিনটি উপাদান রয়েছে: জ্ঞানের একটি সংস্থা তৈরি যা ব্যাপক, নির্ভরযোগ্য, এবং উচ্চ গুণমানস ম্পন্ন; একটি অংশগ্রহণমূলক পন্থা যা প্রত্যেকের জন্য খোলা; এবং যাতে সারা বিশ্ব জুড়ে সবাই জড়িত।

উইকিমিডিয়ার শক্তি: আমাদের কি পরিবর্তন করতে হবে না

উইকিমিডিয়ার মূল ভিত্তি হলো জ্ঞান মানুষের দ্বারা তৈরি এবং এই মানুষগুলেঅ নিয়েই সম্প্রদায়।[8] বিশস্থতার মাধ্যমে একে অপরের সাথে কাজ করে মুক্তজ্ঞান বিনিময় করা যায় এবং উইকিমিডিয়ার সংস্কৃতিতে এটাই প্রচলিত।[9] যেকেউ সম্পাদনা করতে পারে এটি শুধু কাগজে কলমে নয় বাস্তবেও সম্ভব এটিই উইকিমিডিয়া আন্দোলন থেকে প্রমাণিত।[10] এরফলে আমরা এই ১৬ বছরে কি প্রস্তুত করতে পেরেছি? ছোট একটি ওয়েবসাইট থেকে মিলিয়ন পাতার নিবন্ধ, বিভিন্ন ফাইল ও অন্যান্য উপাত্ত যা শতভাষায় বিদ্যমান[11]। বিশ্বব্যাপী সম্প্রদায় নিজেরাই সংগঠিত হয়ে এই জ্ঞানের আন্দোলনকে প্রসারিত করে চলছে।

উইকিমিডিয়ার সীমা: আমাদের কি উন্নতি করা উচিত?

আমরা এখনো বিশ্বের সমস্ত জ্ঞানের অংশ সংগ্রহ করা থেকে অনেকদূরে রয়েছি।$ref13$ref12 আমাদের যে জ্ঞান রয়েছে তার মধ্যে অধিকাংশই লিখিত আকারে যেগুলো ছবি[12] ও ভিডিও প্রয়োজন। [13]আমাদের বর্তমান সম্প্রদায় বৈচিত্রতাতেও পিছিয়ে রয়েছে যা জ্ঞান বিনিময়ে ফাঁক সৃষ্টি করছে। [14][15]অনেকসময়ই পাঠকরা আমাদের তথ্য নিয়ে প্রশ্ন তুলেন কারণ তারা জানেন না এগুলো কিভাবে বা কার মাধ্যমে তৈরি হচ্ছে।[16]

কোলাবোরেশনের ক্ষেত্রে, উইকিমিডিয়া সম্প্রদায়ে প্রবেশ ও এটাতে অংশগ্রহণ করা কঠিন একটি ব্যাপার হিসেবে অনেকেই মনে করেন। প্রথম থেকেই এটি যেমন একটি কঠিন ব্যাপার ছিল এখনো নতুনদের মধ্যে এরকম একটি ভয় কাজ করে[17]। কোন কোন সম্প্রদায় অন্যদের চাইতে বেশি পরিমানে এটা অনুভব করেন।$ref20 আমাদের সাফল্যের পেছনে রয়েছে অত্যন্ত জটিল একটি ব্যবস্থাপনা$ref21 এবং আমরা বিভিন্ন সরঞ্জাম ও প্রতিনিয়ত মনিটরের মাধ্যমে এটি করতে সক্ষম হচ্ছি।[18] সম্পাদনা ব্যতীত অন্য ধরণের অবদানকে অনেকেই খুব একটা গুরু্ব প্রদান করেন না।[19] এছাড়া পুরো প্রক্রিয়াটিই অনেকের কাছে জটিল বলে মনে হয়।$ref24

উইকিমিডিয়া ছাড়াই আমাদের চারপাশে কি পরিবর্তন হবে

ভবিষ্যত পরিকল্পনার সময় বিভিন্ন অন্তবর্তী জটিলতার সাথে সাথে বাইরের বিষয়গুলোও আমাদের নজরে রাখতে হবে। অনেক পাঠক এখন মাল্টিমিডিয়া বিষয়বস্তু অনুসন্ধান করে থাকে।[20] এছাড়াও মানুষ রিয়াল টাইম বিষয়বস্তুর সাথে সাথে সামাজিক বিনিময়ের ব্যাপারেও আলোচনা করে।[21] উইকিমিডিয়ারও এ ধরণের ফাঁকগুলো নির্ণয় করে[22][23] সেগুলোর উপর কাজ করার সুযোগ রয়েছে।[24]

যে মানুষদের আমরা সেবা দিচ্ছি তারাও পরিবর্তন হবে: আগামী ১৫ বছরে যে ভাষাগুলোতে মানুষ সবচেয়ে বেশি কথা বলবে তার মধ্যে অনেকগুলোতেই আমাদের বিষয়বস্তুর অভাব রয়েছে।[25] একইভাবে, যেসব স্থানে উইকিমিডিয়া প্রকল্প খুব একটা পৌঁছায়নি সেসব স্থানেই জনসংখ্যাও বৃদ্ধি পাবে যেমন, আফ্রিকা ও ওশানিয়া[26]। অনুন্নত দেশগুলোই সবচেয়ে বেশি$ref32 মুক্ত জ্ঞানের প্রবেশাধিকার থেকে বঞ্চিত হবে।[27]

প্রযুক্তি দ্রুত পরিবর্তন হবে: স্বয়ংক্রিয়াতে বৃদ্ধি পাবে বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে।[28] প্রযুক্তি আরও বেশি সহজ করে দিতে পারে বিষয়বস্তু তৈরি [29] কিন্তু এটি সতর্কতার সাথে উন্নত করতে হবে।[30][31] যেহেতু দৈনন্দিন জীবনে এমন পরিবর্তন সাধিত হচ্ছে সেহেতু উইকিমিডিয়ার অন্য অবকাঠামোর সাথে মিল রেখে এটিও পরিবর্তন করতে হবে।[32]

একটু বেশি ও সংযুক্ত বিশ্ব

উইকিমিডিয়ার এমন একটি প্লাটফর্ম তৈরি করতে হবে যেখোনে মানুষ মুক্ত ও সহজ জ্ঞান সংগ্রহ করতে পারবেন। আমাদের বিশ্বকোষীয় নিবন্ধ রচনা, বিশস্থ জ্ঞানভান্ডার ও প্রযুক্তিগত খানে উন্নয়ন সাধন করতে হবে। আমরা যে পন্থাই অবলম্বন করি না কেন এটাকে কাজে লাগাবো।

আমাদের মূলে আমরা সবসময় প্রযুক্তিগত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত ছিলাম। আমাদের সম্প্রদায় ও প্রযুক্তির মেলবন্ধনে আমরা এগিয়ে চলছি। এভাবেই আমরা একসাথে আমাদের মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আমরা আমাদের এই আন্দোলনে সবাইকে সমানভাবে সুযোগ প্রদান করে তাদের এখানে যুক্ত হতে উৎসাহ প্রদান করে থাকি। নিরপেক্ষ জ্ঞানভান্ডার গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ থাকা উচিত ও আমরা সে লক্ষ্যেই কাজ করে চলছি। আমাদের এমন একটি বিষয় নিয়ে কাজ করা উচিত যেখানে সামাজিক রাজনৈতিক ও অন্যান্য সব কিছুর উর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ জ্ঞান বিতড়ন করতে পারি।

কিন্তু আমরা শুধুমাত্র একটি সামাজিক আন্দোলন নই। আমরা অনেকগুলো ওয়েবসাইটের সমন্বয়ে একটি আন্দোলন যা প্রতিনিয়ত অনেক মানুষ ব্যবহার করছে। এরকম বৈশ্বিক একটি আন্দোলন আমাদের নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করছে। তারা অন্যান্য অংশীদ্বারদের সাথেও আমাদের কাজ করতে উৎসাহ যোগাচ্ছে।

প্লাটফর্ম হিসেবে আমাদের স্ট্রাকচার সবসময় সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করতে হবে। আমাদের কৌশলগত একটি নির্দেশনা রয়েছে আরও সামন এগিয়ে যাওয়ার। এভাবেই আমরা আমাদের প্লাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের নিজেদের প্রয়োজনেই সবার জন্য একটি ভালো প্লাটফর্ম তৈরি করে যেতে হবে।

মানুষই উইকিমিডিয়াকে সম্ভব করেছে। প্লাটফর্মটি উইকিমিডিয়াকে শক্তিশালী করেছে। এভাবেই আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবো।

২০৩০ সালের মধ্যে এভাবেই উইকিমিডিয়া মুক্ত জ্ঞানের জন্য একটি অবশ্যম্ভাবী প্লাটফর্মে পরিণত হবে যেখানে সবাই সবকিছু বিনিময় করতে পারবেন মুক্তভাবে।

প্রভাব: ২০৩০-এর মধ্যে আমাদের গন্তব্য

জ্ঞানের মাধ্যমে আমরা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবো।

অবাধে জ্ঞান ভাগাভাগি প্রকৃতির মধ্যে দয়ার একটি উদাহরণ, এটি নিজের দিকে বা অন্যের দিকে হয়। জ্ঞান ভাগাভাগি বিশ্ব শান্তি,[33] একটি স্বপ্ন দ্বারা সমস্ত শিক্ষার অফার, এনলাইটেনমেন্ট বয়স থেকে মানবিক মূল্য দ্বারা[34], অথবা একটি এর শখ নথিভুক্ত করার ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত হতে পারে।

মুটিভের বাইরেও জ্ঞান মানুষের কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসবের মাধ্যমে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ভবিষ্যত গঠনে ভূমিকা রাখতে পারি।

আমরা পূর্বে যেমনটি করেছি ভবিষ্যতেও তেমনটি করে পৃথিবীকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

আমাদের অনেক বিষয়গুলোই একই সাথে প্রকল্প ও ব্যবহারকারীকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও যেমনটি করবো আমরা পূর্বের নীতিগুলো মেনে আরও ভালো কিছু করার চিন্তা করছি।

সার্ভিস হিসেবে জ্ঞান: এই প্লাটফর্মের মাধ্যমে উইকিমিডিয়ার বাইরেও জ্ঞান বিস্তার ঘটানো যেতে পারে।

আমাদের এই উন্মুক্ততা নিশ্চিত করবে আমাদের নীতিগত বৈধতাকে ও সব বিষয়ই সবাই জানবে ও কাজ করতে পারবে। এই অবকাঠামোগত দিকটি আমরা স্থানীয় কনটেক্টেটেও কাজে লাগাতে পারবো।

আমরা উইকিমিডিয়ার বাইরে জ্ঞান বিতড়নের জন্য অংশীদার ও অন্যান্যদের জন্য সরঞ্জাম তৈরি করবো।

আমরা সম্প্রদায়ের জন্য আরও অবকাঠামো তৈরিতে কাজ করছি যা আমরা সার্ভিসি হিসেবে ব্যবহারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবো। আমরা এমন একটি অংশীদারী বিষয় সৃষ্টি করবো যেখানে অন্যদের সাথে নিয়ে এটি উন্নয়নে কাজ করবো।

অোমাদের অবকাঠামো আমাদেরকে ও অন্যান্য মুক্ত, বিশস্থ ও গঠনমূলক জ্ঞান লিপিবদ্ধ করতে সহায়তা করবে।

আমরা এমন প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করবো তখন আমরা সব ভাষায় সবধরণের জ্ঞান সংগ্রহ করতে পারবো বলে আশা করি। আমরা নেতা হিসেবে এই মুক্ত জ্ঞানে বাস্তুসংস্থানে মুক্ত জ্ঞান নিয়ে কাজ করে যাবো। আমরা মাল্টিপল স্ট্রাকচারে তথ্যগুলো লিপিবদ্ধ করবো বলে বিশ।বাস করি।

জ্ঞানের সম্যতা: জ্ঞান ও সম্প্রদায় যারা এই প্রকল্পের বাইরে রয়েছে তাদের নিয়ে কাজ করে যেতে হবে।

আমরা উইকিমিডিয়া আন্দোলনে আরও বেশি বৈচিত্রতার সাথে আমাদের সম্প্রদায় ও বিষয়বস্তুকে গড়ে তুলবো।আমরা আমাদের আন্দোলনে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করবো। আমাদের বিভিন্ন সিদ্ধান্ত, অনুষ্ঠান হলো ভালোভাবে রিসোর্স ব্যায়ের উপর নির্ভর করে। আমার বৈশ্বিকভাবে উইকিমিডিয়া পরিচিত করে তুলবো, বৈচিত্রময় সম্প্রদায়ের সমন্বয়ে। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্য থেকে সম্পাদক তৈরি করার উপরও গুরুত্ব দিতে হবে।

আমরা সব সম্প্রদায় থেকে তার যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন স্বাগত জানাবো।

আমরা এমন একটি পরিবেশ তৈরি করবো যেখানে সম্পাদকরা ভালো অনুভব করবেন। যারাই অবদান রাখতে চাইবে তাদেরকেই আমরা সাহায্য করবো। আমরা শ্রদ্ধার সাথে সবাই মিলে একসাথে কাজ করবো। সম্প্রদায় বলতে আমাদের সম্পাদক, অবদানকারী, দাতা ও অন্যান্য আয়োজক ও যারা আমাদের সাথে যুক্ত সবাইকে বুঝাবে।

আমরা সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত বাধা দূর করে মুক্ত জ্ঞানে প্রবেশাধিকার নিশ্চিত করবো।

আমরা এটা নিশ্চিত করবো যেখানেই মানুষ রয়েছে সেখানেই মুক্ত জ্ঞান বিতড়ন করবো। আমরা সেন্সরশীপ, নিয়ন্ত্রন ইত্যাদির বিরুদ্ধে কথা বলবো। আমাদের ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবো। আমরা এমন পরিবেশ বানাতে চাই যেখানে সবাই নিরাপদে অবদান রাখতে পারে। এ সব ব্যাপারে আমরা এই বাস্তুতন্ত্রে নেতৃত্বস্থানীয় পর্যায়ে ভূমিকা পালন করবো।

টীকা ও তথ্যসূত্র

 1. পরিশিষ্ট: পটভূমি এবং প্রক্রিয়া
 2. w:উইকিপিডিয়ার ইতিহাস ও তথ্যসূত্র
 3. নতুন ভয়েসেস সিনথেসিস প্রতিবেদন (জুলাই ২০১৭): তথ্যের হাব
 4. "জ্ঞান সংরক্ষণে উইকিপিডিয়ার সক্রিয় ভূমিকা পালন করতে হবে।" নতুন ভয়েসেস সিনথেসিস প্রতিবেদন (জুলাই ২০১৭): ভবিষ্যতে উইকিপিডিয়ার ভূমিকা
 5. কেন মুক্তজ্ঞান তৈরি করতে হবে? আন্দোলন কৌশলের প্রতিবেদন
 6. "জনগণের জন্য সত্য জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উইকিপিডিয়া সক্রিয় ভূমিকা রাখবে।" নতুন ভয়েসেস সিনথেসিস প্রতিবেদন (জুলাই ২০১৭): ভবিষ্যতে উইকিপিডিয়া ভূমিকা রাখবে
 7. "লক্ষ্য - Meta". meta.wikimedia.org. Retrieved 2017-07-27. 
 8. "উইকিমিডিয়ানরা মনে করেন যে এই আন্দোলন পাঠক, সম্পাদক এবং সংগঠনের একটি সমৃদ্ধ জনগোষ্ঠীর চারপাশে তৈরি করা হয়েছে, যারা আমাদেরকে আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।" দ্বিতীয় চক্রের প্রতিবেদন] (draft)
 9. Reagle, Joseph (2010). Good faith collaboration : the culture of Wikipedia. Cambridge, Mass.: MIT Press. ISBN 9780262014472. 
 10. Ryokas, Miikka: "প্রচলিত বচন অনুসারে উইকিপিডিয়া শুধুমাত্র বাস্তবেই সম্ভব, এমনিতে এটা চিন্তা করা যায় না'" Cohen, Noam (2007-04-23). "The Latest on Virginia Tech, From Wikipedia". The New York Times (in en-US). ISSN 0362-4331. Retrieved 2017-07-26. 
 11. "Wikistats: Wikimedia Statistics". stats.wikimedia.org. Retrieved 2017-08-04. 
 12. "আফ্রিকাতে প্রাসঙ্গিক তথ্য পাওয়া খুবই দুস্কর" নতুন ভয়েসেস সিনথেসিস প্রতিবেদন (জুলাই ২০১৭): উইকিমিডিয়ার জন্য চ্যালেঞ্জ
 13. ২০১৭ সালের উইকিমিডিয়া কনফারেন্সে জ্ঞানের গ্যাপটি খুব বেশি পরিমানে আলোচনা হয়েছে যেখানে ৭০টি দেশের ৩৫০জন প্রতিনিধি ছিল। Wikimedia Conference 2017/Documentation/Movement Strategy track/Day 3
 14. "উইকিপিডিয়ার উন্মুক্ততা মানুষকে এটির তথ্য বিশ্বাস না করতে প্ররোচিত করে।" যাদের কথা আগে শুনা যায়নি তাদের প্রতিবেদন (জুলঅই ২০১৭): উইকিমিডিয়ার চ্যালেঞ্জ
 15. “অনেক স্থানে যেখানে উইকিমিডিয়া প্রকল্প খুব একটা পৌঁছায়নি সেখানে মানুষ তাদের স্থানীয় কনটেক্সটের তথ্যগুলোই বেশি মূল্যায়ন করে থাকে। এসব অঞ্চলের মানুষদের সহায়তা করতে আমাদের পশ্চিমা জ্ঞানের পক্ষপাতিত্ব দূর করার জন্য কাজ করতে হবে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ৪
 16. “উইকিপিডিয়াতে অবিশ্বাস একটি শিক্ষণীয বিষয়। কিভাবে আমাদের বিষয়বস্তু তৈরি ও পরিবর্তন হয় সেটি না জানার কারণে অনেক সময় অবিশ্বাস তৈরি হয়।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১১
 17. “আন্দোলনে জরিত হতে চাওয়া অনেক নতুন ব্যবহারকারী মনে করেন যে, বর্তমানে জরিত হওয়া অনেক চ্যালেঞ্জ। এধরণের বিষয়গুলো মানুষের জন্য অনুৎসাহ জোগায়।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ৭
 18. Halfaker, Aaron; Geiger, R. Stuart; Morgan, Jonathan T.; Riedl, John (2013-05-01). "The Rise and Decline of an Open Collaboration System: How Wikipedia’s Reaction to Popularity Is Causing Its Decline" (PDF). American Behavioral Scientist 57 (5): 664–688. ISSN 0002-7642. doi:10.1177/0002764212469365. 
 19. “বর্তমান বিষয়গুলো সম্পর্কে মানুষের আস্থা ও অবিশ্বাস এর একটি বড় কারণ। বৈচিত্রময় মানুষ তাদের জ্ঞান ও জ্ঞান বিতড়নের পন্থাতেও বৈচিত্র্যতা অনুসন্ধান করে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ৮
 20. "ভিজ্যুয়াল ও সাম্প্রতিক সময়ের তথ্য শুধুমাত্র লোকের মুখের কথা নয়। গবেষণায় ‍উঠে এসেছে তরুনরা এগুলোই পছন্দ করেন।" ইন্দোনেশিয়া ও ব্রাজিলের গবেষণার বিশেষ বিশেষ দিক সমূহ।
 21. “আচরণ, পছন্দ ও বিষয়বস্তু পাওয়ার উপায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। মানুষ এমন সব বিষয়বস্তু অনুসন্ধান করে যেগুলো ভিজ্যুাল, রিয়াল টাইমে বন্ধুদের সাথে বিনিময় করা যায়।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ৫
 22. “বিশ্বব্যাপী পুরাতন শিক্ষা ব্যবস্থা মানুষকে নতুনভাবে জ্ঞান অর্জনে উৎসাহিত করছে। এরফলে বিভিন্ন ধরণের নতুন ও সৃষ্টিশীল প্লাটফর্ম তৈরি হচ্ছে কিন্তু সেগুলোতেও সমৃদ্ধ বিষয়বস্তু প্রয়োজন।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১৪
 23. "শিক্ষা ব্যবস্থার উন্নতির" কথা প্রথম চক্রের আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে উইকিমিডিয়া সম্মেলনে যেখানে এটি সবার ভোটে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। Wikimedia Conference 2017/Documentation/Movement Strategy track/Day 3
 24. “উইকিমিডিয়ার প্লাটফর্মে মানুষ শুধুমাত্র সম্প্রদায় সম্পকেই প্যাসনেট নয় সাথে সাথে বৈচিত্রময় মানুষদের সাথে কাজ করে তারা বিভিন্ন ধরণের শিক্ষা আদান-প্রদান করতে পারছে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১০
 25. “ভবিষ্যতে এমন সব ভাষায় মানুষ বেশি কথা বলবে যেখানে উইকিমিডিয়া প্রকল্প খুব একটা পরিচিত নয়।” Appendix: Where the world is going: Pattern 3
 26. “পরবর্তী ১৫ বছরে আফ্রিকার মত দেশসমূহে জনসংখ্যা ব্যপকহারে বৃদ্ধি পাবে যেখানে উইকিমিডিয়া প্রকল্প খুব বেশি পৌঁছায়নি। প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হলে আমাদের তাদের কথাও চিন্তা করতে হবে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১
 27. "Freedom House". freedomhouse.org. Retrieved 2017-08-04. 
 28. “প্রযুক্তি বিভিন্ন উপায় হয়ত সম্পাদকদের ভবিষ্যতে সাহায্য করতে পারবে। বিষয়বস্তু যেভাবে তৈরি হচ্ছে এই ক্ষেত্রে স্বয়ংক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এরফলে সম্প্রদায়ের সদস্যগণ অন্য কোন উপায়ে সাহায্য করতে পারেন সেটা উঠে আসছে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ৯
 29. “প্রযুক্তিগত উৎকর্ষতা ভবিষ্যতে নিরপেক্ষ, সমৃদ্ধ বিষয়বস্তু তৈরিতে সাহায্য করবে।” পরিশিষ্ট: পৃথিবী কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১৮
 30. “প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য প্রয়োজন ভালো নেতৃত্ব ও ভালোভাবে সেগুলোকে পরিচালনা করার সক্ষমতা।” পরিশিষ্ট: বিশ্ব কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১৯
 31. "বিষয়বস্তুর মান উন্নয়নে সম্প্রদায়ের উচিত সতর্কতার সাথে স্বয়ংক্রিয় যন্ত্র পরিচালনা করা। সম্প্রদায় মনে করে আমাদের প্রথমে সম্প্রদায়ের উপর গুরুত্ব দিতে হবে এবং এরপর স্বয়ংক্রিয়তা ব্যবহার করে আমাদের বিষয়বস্তুর মান উন্নত করতে হবে।" চক্র ২-এর সিনথেসিস প্রতিবেদন
 32. “প্রযুক্তিগত উৎকর্ষতা বর্তমানে যেভাবে ব্যবহার হচ্ছে তাতে এটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করছে। ভবিষ্যতে এমন সব প্রযুক্তিই ঠিকে থাকবে যেগুলো সমৃদ্ধ ও সুন্দর প্লাটফর্ম তৈরিতে সাহায্য করবে” পরিশিষ্ট: বিশ্ব কোথায় যাচ্ছে: প্যাটার্ন ১৫
 33. "IFLA -- Internet Manifesto 2014". www.ifla.org. International Federation of Library Associations and Institutions. 2014. Retrieved 2017-08-18. বিশ্বের বিভিন্ন কিছু বুঝতে হেলে উন্নত শিক্ষা বা জ্ঞানে প্রবেশাধিকার জরুরি। 
 34. Universal Declaration of Human Rights. United Nations General Assembly. প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে।