Jump to content

সর্বজনীন আচরণবিধি/প্রাজিপ্র

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Universal Code of Conduct/FAQ and the translation is 98% complete.
Outdated translations are marked like this.
সর্বজনীন আচরণবিধি

পরামর্শ

১. আন্দোলন সনদের মতো আন্দোলন সনদ পদক্ষেপ ও পরামর্শের সাথে ইউসিওসি কীভাবে সম্পর্কযুক্ত?
উইকিমিডিয়া ২০৩০ বিষয়ক সাম্প্রদায়িক আলোচনা ও কৌশল প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হলো সর্বজনীন আচরণবিধি। আন্দোলন কৌশলের প্রস্তাবনাগুলোর ভেতর তৃতীয়টি হলো সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং আচরণবিধি তৈরি করা এই প্রস্তাবনার সর্বাধিক প্রাধান্যপ্রাপ্ত পদক্ষেপ হিসেবে গৃহীত হয়েছে। আন্দোলন সনদের মতো অন্যান্য আন্দোলন কৌশল পদক্ষেপের সাথে সমান্তরালে বৈশ্বিক আচরণবিধির বৈশ্বিক আলোচনাও চলছে।
২. স্থানীয় আলোচনার জন্য সম্প্রদায়গুলোকে কীসের উপর ভিত্তি করে বাছাই করা হয়েছিলো?
১ম ধাপের আলোচনার জন্য ভাষাভিত্তিক সম্প্রদায়গুলো কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বাছাই করা হয়েছিলো, যার মধ্যে সম্প্রদায়ের বৃদ্ধিহার এবং তাদের স্থানীয় আচরণবিধির পরিস্থিতিও ছিলো। ১ম ধাপের প্রক্রিয়া সম্পর্কিত আরও তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়াও আলোচনা সমন্বয়ের জন্য স্থানীয় ভাষার সমন্বয়ক খুঁজে পাওয়ার বিষয়টিও এর একটি প্রায়োগিক কারণ ছিলো।
১ম ধাপের মতো ২য় ধাপেও সম্প্রদায় বাছাইয়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিলো, স্থানীয় নীতিমালার বিপরীতে বিভিন্ন ভাষাভিত্তিক উইকিমিডিয়া প্রকল্পের বিদ্যমান প্রয়োগ কাঠামো সম্পর্কিত উপাত্ত। বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি ও বিদ্যমান ভিন্ন প্রয়োগমাত্রার উপস্থাপন নিশ্চিত করার বিষয় মাথায় রেখে ফ্যাসিলিটেটরদের বাছাই করা হয়েছে। দক্ষ ফ্যাসিলিটেটরের সহজপ্রাপ্যতা ও বিস্তৃত ভৌগোলিক এলাকার অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের আকাঙ্ক্ষাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৩. আচরণবিধি উইকিমিডিয়ার সকল প্রকল্প ও স্থানে প্রযোজ্য হবে মর্মে কি উইকিমিডিয়া ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে??
হ্যাঁ। যেহেতু সর্বজনীন আচরণবিধি ব্যবহারের শর্তাবলীর একটি অংশ হতে যাচ্ছে, তাই বৈশ্বিক নীতিমালা থেকে এককভাবে কোনো সম্প্রদায়ের এর পরিধি থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। যদি স্থানীয় নীতিমালা বা অনুশীলন কোনো কারণে এই আচরণবিধির সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে সেই উদ্বেগসমূহ আলোচনার প্রক্রিয়ার শুরুতেই দ্রুততার সাথে সামনে আনা প্রয়োজন যেন সেগুলো যাচাই ও সমাধান করা সম্ভব হয়। ২০২১ সালের সালের ২রা ফেব্রুয়ারি পর্যন্ত উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড আনুষ্ঠানিকভাবে একটি নীতিমালা হিসেবে ইউসিওসিকে অনুমোদন দিয়েছে, যা উইকিমিডিয়া আন্দোলনের সমস্ত প্রকল্প ও কার্যক্রমে প্রযোজ্য হবে। নীতিমালাটির খসড়ার প্রথম ধাপের পরামর্শের প্রারম্ভিক সময় থেকেই এই পরিধির বিষয়টি পরিষ্কার করা হয়েছে এবং মেটা, উইকিমিডিয়া-এল এবং বেশ কিছু পৃথক প্রকল্প - উভয় স্থানেই সেটি জানানো হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি আকারের উইকির ঘোষণার তালিকা এখানে পাওয়া যাবে। বৃহত্তর অন-উইকি পরামর্শ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে।

অনুবাদ

৪. সর্বজনীন আচরণবিধি ও এর সহায়ক নথিপত্রগুলো কি সকল ভাষায় সহজলভ্য হবে?
ইউসিওসি প্রকল্প দল সকল গুরুত্বপূর্ণ নথি ও ঘোষণা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে যত বেশি সম্ভব ভাষায় অনুবাদ করার লক্ষ্যে কাজ করবে। এটি একটি সুবিশাল প্রচেষ্টা যা সময়সাপেক্ষ এবং আমাদের একার পক্ষে এটি করা সম্ভব নয়। যেসকল স্বেচ্ছাসেবীরা অন্য ভাষায় অনুবাদ করতে চান, বা নতুন কোনো ভাষায় অনুবাদ সহজলভ্য করতে চান, তাঁদের ucocproject(_AT_)wikimedia.org ঠিকানায় মেইল করতে অনুরোধ করা হলো। সকল বিষয়বস্তু সকল ভাষায় অনুবাদ করা সম্ভব নয়, তবে ইউসিওসি প্রক্রিয়ায় ভিন্ন ভাষাব্যাপী বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নিয়োজিত আছি।
৫. অনুবাদে অসঙ্গতি বা সাংঘর্ষিক অনুবাদের ক্ষেত্রে কোন ভাষার সংস্করণকে আনুষ্ঠানিক সংস্করণ হিসেবে বিবেচনা করা হবে?
ইউসিওসি দল যতো বেশি ভাষায় সম্ভব সর্বজনীন আচরণবিধির নীতিমালা, প্রয়োগ নির্দেশিকা এবং প্রাসঙ্গিক পাতাসমূহ অনুবাদ করার জন্য কাজ করে যাচ্ছে। তবে অনুবাদ নিখুঁত নয়, এবং আমরা বেশ কিছু কৌশল (পেশাদার সংস্থা, স্বেচ্ছাসেবী, কর্মকর্তা প্রভৃতি) অনুসরণ করে এই অনুবাদগুলো সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছি। অনুবাদের যথার্থতার বিচারে এই কৌশলগুলোরও নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। আমরা বিভিন্ন সম্প্রদায়কে অসঙ্গতি খুঁজে বের করতে ও সমাধানে সহায়তা করতে উৎসাহিত করছি, এবং একই সঙ্গে অসঙ্গতি সমাধান করা যে সময়সাপেক্ষ, সেটি বুঝতে অনুরোধ করছি। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত ইংরেজি সংস্করণটি-ই আনুষ্ঠানিক সংস্করণ হিসেবে বিবেচিত হবে।

প্রয়োগ

৬. সর্বজনীন আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে পরিকল্পনাগুলো কি কি, উদাহরণস্বরূপ এর প্রয়োগ নিশ্চিতকল্পের দায়িত্বে কে থাকবেন?
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টিজের (বোর্ড বা বিওটি) নির্দেশনা অনুসারে প্রয়োগ কার্যক্রম প্রকল্পের ২য় ধাপের অন্তর্ভুক্ত, যেটি ২০২১ সালের ২রা ফেব্রুয়ারি বোর্ড কর্তৃক ইউসিওসির চূড়ান্ত খসড়া সংস্করণ অনুমোদন ও ঘোষণার পর শুরু হয়েছিল। এর অর্থ দাঁড়ায়, কীভাবে সর্বজনীন আচরণবিধি স্থানীয় পর্যায়ে প্রয়োগ, ব্যাখ্যা, ও কার্যকর করা হবে, তা উইকিমিডিয়া সম্প্রদায়সমূহ নির্ধারণ করবে। নীতিমালার প্রভাববলয়ে থাকা সমস্ত পক্ষ ও সম্প্রদায়কে বিদ্যমান সাম্প্রদায়িক অনুশীলন, নীতিমালা ও প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যতা অনুসন্ধানের লক্ষ্যে এ সংক্রান্ত আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। ইউসিওসি ও এর প্রয়োগ কৌশলসমূহ আন্দোলনব্যাপী একটি ভিত্তি হিসেবে কাজ করবার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই উদ্যোগের ওপর ভিত্তি করে পৃথক প্রকল্প সম্প্রদায়গুলোকে এখনো তাঁদের নিজেদের আচরণ নীতিমালা উন্নয়ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
৭. বাস্তব জীবনে ইউসিওসি লঙ্ঘন উদাহরণস্বরূপ, ফাউন্ডেশন বা উইকিমিডিয়া অ্যাফিলিয়েটের আয়োজনে, যেখানে বন্ধুত্বপূর্ণ স্থান নীতিমালাও প্রযোজ্য হয়, সেখানে কীভাবে ব্যবস্থাপনা করা হবে? এক্ষেত্রে কোন নীতিমালা প্রাধান্য পাবে?
সর্বজনীন আচরণবিধি একটি ন্যূনতম নির্দেশনা প্রদান করায় স্থানীয় নীতিমালা আগেই বিবেচনা করবার ও তা প্রয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে। এটি আয়োজন কিংবা কোনো উইকিমিডিয়া প্রকল্পে আচরণ - উভয় ক্ষেত্রেই সমানভাবে সত্য। যেসকল ক্ষেত্রে স্থানীয় নীতিমালা অথবা প্রয়োগ কাঠামো এধরণের ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করবার জন্য যথেষ্ট নয়, সেসব ক্ষেত্রেই কেবল ইউসিওসি প্রয়োগ করা হবে।
৮. সর্বজনীন আচরণবিধি লঙ্ঘনের গোপন অভিযোগ কি উইকিমিডিয়া সম্প্রদায়ের উন্মুক্ত ও স্বচ্ছ সংস্কৃতির (উদাহরণস্বরূপ যেখানে সবাই পাতার ইতিহাস দেখতে পারেন) সাথে সাংঘর্ষি‌ক হবে?
এ বিষয়গুলো কিছু নির্দিষ্ট কারণে, উদাহরণস্বরূপ ব্যক্তিগত চিহ্ণিতকরণযোগ্য তথ্যের উন্মোচন বা গোপন করা, ক্ষতি করবার হুমকির মতো স্পর্শকাতর বিষয়ের কারণে ইতোমধ্যেই গোপনীয়তার সাথে গ্রহণ করা হয়। এধরণের অভিযোগ ট্রাস্ট অ্যান্ড সেইফটি/লিগ্যাল, স্টুয়ার্ড, ব্যবহারকারী পরীক্ষণ, ওভারসাইটার, মধ্যস্থতা কমিটি এবং অন্যান্য কার্যনির্বাহকদের কাছে নিয়মিতভাবে জমা পড়ছে। ভবিষ্যত শত্রুতার জন্ম দিতে পারে, সেই ভয়ে গুরুত্বপূর্ণ সংখ্যক অংশগ্রহণকারীই প্রকাশ্যে হয়রানির অভিযোগ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। দ্বিতীয় ধাপের অন্যতম বিবেচ্য বিষয় ছিল, স্বচ্ছতা ও হয়রানির শিকার ব্যক্তিদের রক্ষার দায়িত্বের ভেতর ভারসাম্য তৈরির প্রয়োজনীয়তা যাচাই করা।
৯. সর্বজনীন আচরণবিধি প্রয়োগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ফাউন্ডেশন কি ধরনের সহযোগিতা করবে?
ইউসিওসি উন্নয়নের সমস্ত ধাপ: নীতিমালার খসড়া প্রস্তুতকরণ, প্রয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়া পরিচালনা এবং পরবর্তীতে প্রয়োগ রূপরেখা নিশ্চিতকরণে ইউসিওসিকে সহায়তা করতে ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ। ইউসিওসি প্রয়োগ সফল করা নিশ্চিত করবার লক্ষ্যে ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউসিওসি প্রয়োগে নিয়োজিত ব্যক্তিদের সহায়তা প্রদান এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, ফাউন্ডেশন কমিউনিটি ডেভেলাপমেন্ট টিম অনলাইন পাইলট প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় ধাপের পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্প্রদায়ের প্রয়োজন সম্পর্কে যত বেশি জানতে পারবো, কী ধরণের সহায়তাকে প্রাধান্য দেয়া উচিত, সেটি নিয়েও আমাদের ধারণা তত বেশি উন্নত হবে।

পর্যায়বৃত্ত পর্যালোচনা

১০. সর্বজনীন আচরণবিধি চূড়ান্ত হ্‌ওয়ার পর কি এর পর্যাবৃত্ত পর্যালোচনা ও সংশোধন হবে? যদি হ্যাঁ হয়, তবে এর জন্য কে দায়িত্বপ্রাপ্ত হবেন?
হ্যাঁ। ফাউন্ডেশনের লিগ্যাল ডিপার্টমেন্ট প্রয়োগ নির্দেশিকা অনুসমর্থনের এক বছর পর ইউসিওসি ও প্রয়োগ নির্দেশিকার পর্যালোচনা হোস্ট করবে। আন্দোলন কৌশল প্রক্রিয়ায় বর্ণিত অনুশাসন কাঠামোর মতো উদীয়মান কাঠামোর হাত ধরে পরবর্তী পর্যালোচনা ফ্যাসিলিটেট করা যেতে পারে।
১১. ভবিষ্যতে জরুরি কোনো পরিবর্তনের প্রয়োজন হলে কারা এই নীতিমালাটি পর্যালোচনা করবেন?
ফাউন্ডেশনের পূর্বে হোস্টকৃত নীতিমালাসমূহের মতোই ফাউন্ডেশনের লিগ্যাল টিমের কাছে জরুরী পরিবর্তনের অনুরোধ জানানো যাবে। লিগ্যাল ডিপার্টমেন্ট এর আগে সম্প্রদায় নেতৃত্বাধীন সংশোধন আলোচনায় নেতৃত্ব দিয়ে এসেছে (উদাহরণস্বরূপ ২০১৪ ব্যবহারের শর্তাবলী/অর্থের বিনিময়ে সম্পাদনা সংশোধন) এবং এধরণের পরিস্থিতি ফ্যাসিলিটেট করবার জন্য কাঠামো ও প্রক্রিয়া এর আছে।

স্থানীয় নীতিমালার সাথে সংঘর্ষ

১২. স্থানীয় নীতিমালা সর্বজনীন আচরণবিধির সাথে সাংঘর্ষিক হলে কী ঘটবে?
বোর্ড কর্তৃক ইউসিওসি গৃহীত হবার পর সকল উইকিমিডিয়া সম্প্রদায়কে তাদের বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে সেগুলো ইউসিওসির চাহিদা পূরণ করে কিনা, তা নিশ্চিত করে দেখতে উৎসাহিত করা হবে। সম্প্রদায়সমূহ চাইলে ইউসিওসির বাইরে গিয়েও আরো বিস্তারিত নীতিমালা প্রণয়ন করতে পারে, তবে তাঁদের স্থানীয় নীতিমালা যেন ইউসিওসির সাধারণ মানদণ্ডের নিচে না চলে আসে, সেটি তাঁদের নিশ্চিত করা উচিত। প্রয়োজনবোধে সম্প্রদায়সমূহ ও ফাউন্ডেশন একত্রে নীতিমালা সমন্বয়পূর্ণ‌ করার জন্য কাজ করতে পারে। প্রকল্প শেষ হবার আগ পর্যন্ত ফাউন্ডেশন সাহায্য করতে প্রস্তুত থাকবে।
১৩. যেসকল প্রকল্পে ইতোমধ্যেই এ ধরনের স্থানীয় নীতিমালা ও নির্দেশাবলী রয়েছে সেখানেও কি সর্বজনীন আচরণবিধি প্রযোজ্য হবে?
আন্দোলনব্যাপী আচরণের সর্বো‌চ্চ সাধারণ আদর্শ তৈরি করাই ইউসিওসির উদ্দেশ্য। উন্নত নীতিমালা সম্পন্ন প্রকল্পগুলো সাধারণত ইউসিওসির চাহিদা পূরণ বা অনেক ক্ষেত্রে অতিক্রম করে যায়; সাধারণভাবে বৈশ্বিক নীতিমালা মেনে চলবার জন্য সেসব প্রকল্পের স্থানীয় নীতিমালায় পরিবর্তন আনার প্রয়োজন নেই।
১৪. প্রত্যেক উইকিমিডিয়া প্রকল্পেই প্রয়োজন অনুযায়ী সে প্রকল্পের ব্যবহারকারীদের দ্বারা লিখিত নিজস্ব আচরণগত নীতিমালা ও নির্দেশিকা রয়েছে। ইউসিওসি কি এই নীতিমালা ও নির্দে‌শিকাতে পরিবর্তন আনতে যাচ্ছে?
বিদ্যমান কার্যকর আচরঙত আদর্শে‌ পরিবর্তন আনা ইউসিওসির উদ্দেশ্য নয়। বরং ইউসিওসি সকল প্রকল্পের জন্য, বিশেষত স্বল্প অথবা কোনো আচরণগত আদর্শই নেই এমন প্রকল্পসমূহে একটি সাধারণ আদর্শ হিসেবে কাজ করবে। সম্প্রদায়সমূহ চাইলে ইউসিওসি ব্যবহার করে সাংস্কৃতিকভাবে অধিকতর সঠিক অনুশীলন তৈরি করতে পারে অথবা চাইলে বিদ্যমান নীতিমালাসমূহে প্রয়োজন আনুযায়ী সমন্বয় করতে পারে।
১৫. ইউসিওসি যদি আমাদের সম্প্রদায়ের শতভাগ প্রয়োজন পূরণ না করে, তখন কী হবে?
অবশ্যম্ভাবীভাবেই ইউসিওসি সমস্ত সাম্প্রদায়িক প্রয়োজন পূরণ করতে পারবেনা। এবং ভবিষ্যতে ইউসিওসি আরো উন্নত হবার যথেষ্ট সম্ভাবনা আছে। সম্প্রদায়সমূহকে এর ওপর ভিত্তি করে তাঁদের নিজেদের নীতিমালা তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ইউসিওসিতে যদি বলা থাকে, "শুধুমাত্র স্বাধীন সম্পাদক হিসেবে আপনার জন্য সবথেকে ভালোটিই নয়, সামগ্রিকভাবে উইকিমিডিয়া সম্প্রদায়ের জন্য সবথেকে ভালোটির দিকেও মনোযোগ দিন।" এটি খুবই প্রশস্ত একটি বাক্য। অনেক উইকিমিডিয়া প্রকল্পেই এরকম বিষয় ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যেই স্বার্থের সংঘাতের মতো আরো বিস্তারিত নীতিমালা রয়েছে। যদি আপনার প্রকল্পে স্বার্থের সংঘাতের মতো এরকম নীতিমালা না থেকে থাকে, ইউসিওসি এরকম বিষয়ে তৈরি হওয়া যেকোনো সংঘাতের জন্য বিকল্প নীতিমালা হিসেবে গণ্য হবে। তবে ইউসিওসি এরকম বা অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত নীতিমালা প্রস্তুতে ভালো অনুস্মারক হতে পারে।
১৬. ইউসিওসি কীভাবে সকল সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে মানানসই হবে?
ইউসিওসি সমস্ত সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে মানানসই নাও হতে পারে, তবে খসড়া প্রণয়নকারীগণ এটিকে সম্ভাব্য সর্বো‌চ্চ অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করেছেন। ইউসিওসি দল বিভিন্ন সংস্কৃতির সম্প্রদায়ের কাছে পৌঁছে তাঁদের প্রতিক্রিয়া গ্রহণ করবার চেষ্টা করেছেন। খসড়া প্রণয়নকারী কমিটি সেসব ইনপুট খসড়া প্রণয়নের সময় বিবেচনা করেছেন। খসড়ায় যদি আরো সাংস্কৃতিক ব্যবধান দেখে থাকেন, তবে অনুগ্রহ করে বৈশ্বিক আচরণবিধির মূল আলোচনা পাতায় আমাদের মনোযোগ আকর্ষণ করুন। এতে হয়তোবা এই বিষয়গুলো প্রথম বা পরবর্তী বার্ষিক পর্যালোচনায় অন্তর্ভুক্ত হবে।

ব্যবহারের শর্তাবলীর সাথে প্রয়োজনাতিরিক্ততা

১৭. ব্যবহারের শর্তাবলীর (টিওইউ) চতুর্থ অনুচ্ছেদে যেখানে "কিছু নির্দিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকা" এর মতো নীতিমালা আছে, সেখানে কি ইউসিওসির আদৌ প্রয়োজন আছে?
উইকিমিডিয়া ব্যবহারের শর্তাবলীর চতুর্থ অনুচ্ছেদ বিষয়বস্তু নির্দেশিকার মতো কিছু আচরণগত নির্দেশনা যেমন, কপিরাইট লঙ্ঘন এবং অর্থের বিনিময়ে সম্পাদনাকে অন্তর্ভুক্ত করে। তবে এটি বিস্তারিত তালিকা নয়। বৈশ্বিক আচরণবিধি আচরণগত চাহিদার দিকটিকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে সম্প্রদায়সমূহকে টিইউ এর চতুর্থ অনুচ্ছেদের প্রয়োগে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।
১৮. ব্যবহারের শর্তাবলীর চতুর্থ অনুচ্ছেদের পুনর্লিখনের বদলে কেন আমরা নতুন করে ইউসিওসি লিখছি?
ব্যবহারের শর্তাবলী সহজপাঠ্য ও সংক্ষিপ্ত রাখার জন্য কিছু তথ্য অন্যান্য নথিতে সরিয়ে নেয়া হয়েছে। উদাহরণস্বরূপ লাইসেন্সিং নীতিমালা ও কমন্স লাইসেন্সিং নীতিমালাকে লিঙ্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবহারের শর্তাবলীতে সম্মত হবার অর্থ হলো সেসব নথির বিষয়েও সম্মত হওয়া। বৈশ্বিক আচরণবিধির পৃথকীকরণ একে প্রয়োজনবোধে আরো বিস্তারিতকরণে সুবিধা দেবে। আন্দোলনের পরিবর্তনশীল চাহিদার প্রেক্ষাপটে এটি হালনাগাদকে সহজ করে দেবে।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সংশ্লিষ্টতা

১৯. উইকিমিডিয়া ফাউন্ডেশন কেনো এই নীতিমালার সাথে যুক্ত?
বোর্ড অব ট্রাস্টিজ উইকিমিডিয়া ফাউন্ডেশনকে এই প্রক্রিয়ায় সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছিল। সম্প্রদায়ের সদস্যদের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলন কৌশল প্রক্রিয়ার প্রস্তাবনা অনুযায়ী ইউসিওসি স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের কর্মকর্তা - উভয়কে অন্তর্ভুক্ত করে তৈরি করা কমিটির মাধ্যমে লিখিত হয়েছে।
২০. কেউ ইউসিওসি ভঙ্গ করলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কী ‘বাস্তবিক’ পদক্ষেপ নেয়া হবে?
অধিকাংশ ইউসিওসি লঙ্ঘনই উইকিমিডিয়া ফাউন্ডেশন ব্যবস্থাপনা করবেনা। সেগুলো স্থানীয় সম্প্রদায় অথবা বৈশ্বিক কার্যনির্বাহকগণ ব্যবস্থাপনা করবেন। ব্যবহারের শর্তাবলীর লঙ্ঘনও বর্তমানে অনেকটা একই উপায়েই ব্যবস্থাপনা করা হচ্ছে। প্রয়োগ নির্দেশিকার অনুসমর্থনের পর প্রয়োগ বিষয়ক প্রক্রিত বিবরণ নির্ধারণ করা যাবে।
২১. ইউসিওসি নিয়ে কি কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে?
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইউসিওসির মূল পাঠ্য বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক অনুসমর্থিত হয় এবং এটি বর্তমানে কার্যকর একটি নীতিমালা। ২০২১ সালের এপ্রিল মাসে উইকিমিডিয়া প্রকল্পের মধ্যস্থতাকারীদের উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রতি লেখা একটি খোলা চিঠিতে করা অনুরোধ অনুযায়ী ২০২২ সালে ইউসিওসির প্রয়োগ নির্দেশিকা একটি অনুসমর্থন নির্বাচনের ভেতর দিয়ে যাবে।

বাস্তবায়ন

২২. ইউসিওসি প্রয়োগ নির্দে‌শিকাতে কী কী আছে?
ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা প্রতিরোধমূলক কার্যক্রম (অন্যান্য বিষয়বস্তুর ভেতর ইউসিওসি সচেতনতা তৈরি, ইউসিওসি প্রশিক্ষণ প্রস্তাবনা অন্তর্ভুক্ত) ও প্রতিক্রিয়ামূলক কার্যক্রম অভিযোগ (ফাইলিং এর বিস্তারিত প্রক্রিয়া, অভিযোগকৃত লঙ্গন প্রক্রিয়াকরণ, অভিযোগকৃত লঙ্ঘনের জন্য সম্পদ সরবরাহ, লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োগ কার্যক্রমের নকশা তৈরি ... ) এর সমন্বয়ে গঠিত, যেগুলো সকলের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতের পথে সম্প্রদায়ব্যাপী সকলের সমন্বয়ে যথার্থ ও ন্যায্য প্রক্রিয়া প্রতিষ্ঠায় সম্প্রদায়ের সদস্যদেরকে সাহায্য করবে।
২৩. কত সময় পরপর নির্দেশনাগুলো পরিবর্তন ও হালনাগাদ করা হবে?
নীতিমালার পাঠ্য অংশ ও নির্দেশিকা উভয়ই এক বছরের প্রয়োগের পর পর্যায়বৃত্ত পর্যালোচনার ভেতর দিয়ে যাবে।
২৪. ইউসিওসি কারা তত্ত্বাবধান করবে?
বৈশ্বিক আচরণবিধি সমন্বয় কমিটি বা ইউফোরসি। ইউফোরসি ইউসিওসি লঙ্গনের অভিযোগসমূহ পর্যবেক্ষণ করবে, তারা অতিরিক্ত তদন্তে জড়িত হতে পারে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাগ্রহণ করবে। ইউফোরসি নিয়মিতভাবে বিধির প্রয়োগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন ও সম্প্রদায়ের বিবেচনার জন্য ইউসিওসির উপযোগী পরিবর্তনের পরামর্শ দিতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে ইউফোরসি উইকিমিডিয়া ফাউন্ডেশনকে মামলা ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করবে। ইউফোরসি ইউসিওসি পরিবর্তন, ফাউন্ডেশন ও এর অ্যাফিলিয়েটদের ভেতর মতানৈক্যের সমাধান, ইউসিওসির বিরোধিতা বা অমান্য করে এমন কোনো নীতিমালা তৈরি অথবা ইউসিওসি বা এর প্রয়োগ নির্দেশিকার সাথে সম্পৃক্ত নয়, এমন কোনো বিষয়ে কাজ করতে পারবেনা।
২৫. ইউফোরসি মধ্যস্থতা কমিটির মতো অন্যান্য সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সাথে কীভাবে মিথস্ক্রিয়া চালাবে?
উচ্চতর সিদ্ধান্তগ্রহণকারী কাঠামো যেখানে অনুপস্থিত (উদাহরণস্বরূপ মধ্যস্থতা কমিটি বা অনুরূপ প্রক্রিয়াবিহীন সম্প্রদায়) অথবা যেখানে উচ্চতর সিদ্ধান্তগ্রহণকারী কাঠামো মামলা ইউফোরসির কাছে পাঠিয়ে দেয়, সেখানে ইউফোরসি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে অধিষ্ঠিত হবে। গুরুতর প্রক্রিয়াসম্পর্কিত বিষয় যেটি বিদ্যমান প্রয়োগ কাঠামোর পক্ষে ব্যবস্থাপনা করা সম্ভব নয়, সেখানেও ইউফোরসি সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো হিসেবে কাজ করবে।
২৬. ইউফোরসি কীভাবে গঠিত হবে?
ইউফোরসি গঠন কমিটি তৈরির পক্ষে খসড়া প্রণয়ন কমিটি সমর্থন দিয়েছে। সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ইউফোরসি তৈরি হবে, যেটি ইউফোরসি গঠন প্রক্রিয়া তৈরিতে ফাউন্ডেশনের সাথে কাজ করবে।