বাধাপ্রাপ্ত ব্যবহারকারী
যারা পৃষ্ঠায় সম্পাদনা, তথ্যাদি সংযোজন, পৃষ্ঠা স্থানান্তর এবং অপরাপর ব্যবহারকারীর ন্যায় অন্যান্য কাজ সম্পাদনের অধিকার বঞ্চিত তারাই অবরূদ্ধ ব্যবহারকারী। Sysops বা অবরূদ্ধ কিংবা অবমুক্ত করার অধিকার সম্পন্ন অন্যরা অবরূদ্ধ অবস্থায় (নিজেদের ব্যতিত) অন্যদের অবরূদ্ধ কিংবা অবমুক্ত করবে না।
অবরূদ্ধ ব্যবহারকারীগণ তথাপিও নিজেদের নজরদারীর তালিকা দেখতে ও সম্পাদনা করতে পারবে; এবং অধিকাংশ (সবগুলি নয়) উইকি সমূহে তারপরও নিজেদের আলাপ পাতা সম্পাদনা করতে পারবে অথবা বিশেষ ভাবে অবাঞ্চিত হয়ে না থাকলে (কেবল মাত্র তালিকা ভূক্ত হিসাব সমূহ) Special:EmailUser ব্যবহার করে ইমেইল প্রেরণ করতে পারবে। Administrators, Bureaucrats (প্রায় সকল উইকিতে), এবং Stewardsগণ লগইনকৃত অথবা তালিকাবর্হিভূত ব্যবহারকরীদের অবরূদ্ধ করতে পারবে। Global sysopsগণও বাছাইকৃত ব্যবহারকারীদের global sysop wikiset এর মধ্যে অবরূদ্ধ করতে পারবে।
আরও দেখুন
|