পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান
Appearance
পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল
|
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল হলো পশ্চিমবঙ্গ রাজ্যের উইকিমিডিয়ানদের একটি উইকিমিডিয়া ব্যবহারকারী দল। এর লক্ষ্য হলো পশ্চিমবঙ্গে একটি দৃঢ় ও বৈচিত্র্যপূর্ণ স্বেচ্ছাসেবী সম্প্রদায় গড়ে তোলা। এই উদ্দেশ্য সফল করতে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতে তাদের উৎসাহ দান এবং এডিটাথন, কর্মশালা, মিটআপ, ফটোওয়াক, গ্ল্যাম ও প্রতিযোগিতা আয়োজন ইত্যাদি বিভিন্ন অনলাইন ও অফলাইন কার্যক্রম অনুসরণ করা হবে। এই দলটি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বর্তমান চ্যাপ্টারসমূহ ও বিশ্বের অন্যান্য ব্যবহারকারী দলের সাহায্য নিয়ে উচ্চ অভিঘাতের প্রকল্প নির্মাণে সহায়তা করবে। আগ্রহী যে কেউ এই দলে যোগ দিতে পারেন।
অ্যাফকম্ রেজলিউশন
- পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল স্বীকৃতি পায় ২রা ফেব্রুয়ারিতে।
Disclaimer: West Bengal Wikimedians User Group has no direct control over and is not responsible for any content created by volunteer editors at different Wikimedia projects hosted by the Wikimedia Foundation, USA. |