This page should be moved to MediaWiki.org. Please do not move the page by hand. It will be imported by a MediaWiki.org administrator with the full edit history. In the meantime, you may continue to edit the page as normal.
ব্যবহাকারী ভাষা বাক্সগুলো একজন উইকিমিডিয়া সম্পাদকের জানা ভাষাগুলো ও ভাষাগুলোতে তার যোগাযোগের সামর্থ্য ও পারদর্শিতার মাত্রা নির্দেশ করে। এটি বৈচিত্রপূর্ণ এই সম্প্রদায়ের সদস্যদের মাঝে যোগাযোগ উন্নয়নে সহায়তা করে যা সরাসরি যোগাযোগ থেকে শুরু করে দোভাষী ও অনুবাদক খুঁজে পেতেও সাহায্য করে।
আপনার পারদর্শিতার মাত্রা ভাষাটিতে আপনি কতো ভালোভাবে যোগাযোগ করতে পারেন তা নির্দেশ করে। নিচের পারদর্শিতা সারিতে থাকা মাত্রার মাধ্যমে এই নির্দেশনাটি পাওয়া যাবে:
পারদর্শিতা
অর্থ
0
আপনি এই ভাষাটি একেবারেই বোঝেন না।
1
আপনি লিখিত বিষয়বস্তু বা সাধারণ প্রশ্ন বুঝতে পারেন।
2
আপনি সহজ লেখা সম্পাদনা করতে পারেন বা প্রাথমিক আলোচনায় অংশ নিতে পারেন।
3
আপনি কিছু ছোটখাট ভুলের সাথে এই ভাষায় লিখতে পারেন।
4
আপনি একজন মাতৃভাষীর ন্যায় কথা বলতে পারেন (যদিও এটি আপনার মাতৃভাষা নয়)।
5
আপনার পেশাদার পারদর্শিতা রয়েছে; আপনি ভাষাটির সূক্ষ্ম তারতম্যও বুঝতে পারেন যা উচ্চতর ডকুমেন্ট অনুবাদ করার জন্য যথেষ্ট।
N
এটি আপনার মাতৃভাষা এবং কথোপকথন ও বাগধারাসহ সার্বিবকভাবে এই ভাষার ওপর আপনার পূর্ণ দখল রয়েছে।
শীর্ষ ও পাদদেশ সরিয়ে ফেলতে, প্রথম প্যারামিটার হিসেবে plain=1 ব্যবহার করুন। যেমন: {{#babel:plain=1|sv-N|zh-3|de-1}}। এটি অন্যান্য ব্যবহারকারী বাক্সের সাথে এটির ব্যবহার সহজ করে।
For example, you can present them horizontally (each box taking a fixed width of 242px, including its tiny 1px margin) within another container box like:
But this requires inserting a custom CSS stylesheet to override the default clear:right (on pages with the LTR direction for the content language) and clear:left (on pages with a RTL direction for the content language) into clear:none. The stylesheet may also resize fonts, and the line-height for specific scripts used in the description, to improve the horizontal alignment of boxes and get a more flexible layout.
আরও দেখুন
Extension:Babel (সুবিধাটির পেছনে থাকার সফটওয়্যার এক্সটেনশন)